জনপ্রিয় অভিনেত্রী সাফা কবিরকে সম্প্রতি নাটকে কমই দেখা যাচ্ছে, তবে ওটিটি প্ল্যাটফর্মে তার উপস্থিতি নিয়মিত। গত ঈদুল ফিতরেও তার অভিনীত একাধিক নাটক প্রকাশ পায়, যা দর্শকের প্রশংসা কুড়ায়। এবার কুরবানী ঈদ উপলক্ষে নতুন নাটকের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন তিনি।
সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ায় তিনটি নাটকের শুটিং সম্পন্ন করেছেন সাফা। এ বিষয়ে তিনি জানান, “সেখানে তিনটি নাটকের শুটিং করেছি। এর মধ্যে দুটি নাটক পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ এবং অপরটি পরিচালনা করেছেন মাহমুদ মাহিন।”
এই ঈদেও দর্শকদের জন্য নতুন চমক নিয়ে হাজির হবেন সাফা কবির, এমনটাই আশা করা যায়।