‘আগে এসব নিয়ে খারাপ লাগত’

ছোট পর্দার জনপ্রিয় মুখ সামিরা খান মাহি। মডেলিং দিয়ে শোবিজে যাত্রা শুরু করলেও নাটকে অভিনয়ের মাধ্যমে অল্প সময়েই জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে।

এরই মধ্যে নাটক ও বিজ্ঞাপনে তার বেশ কিছু কাজ প্রশংসিত হয়েছে। সম্প্রতি ‘কালের কণ্ঠ’ স্টুডিওতে নিজের ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।

বিয়ে প্রসঙ্গে খোলামেলা মাহি
ব্যক্তিগত সম্পর্ক ও বিয়ে নিয়ে জানতে চাইলে মাহি বলেন, “আমরা আমাদের মতো করে সময় নিচ্ছি। একজন মানুষের সঙ্গে যখন সম্পর্ক হয়, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তারা ভাবেন—এই মানুষটির সঙ্গেই হয়তো সারাজীবন কাটাতে চাই। আমিও সর্বোচ্চ চেষ্টা করব সম্পর্ক টিকিয়ে রাখার। তবে অনেক সময় পরিস্থিতি ভিন্ন হয়, সম্পর্ক টেকে না—সে প্রেম হোক বা বিয়ে। তাই পরিকল্পনা থাকা জরুরি, তবে শেষ কথা বলে দেয় ভাগ্য।”
তিনি আরও বলেন, “বিয়ের সিদ্ধান্ত নিলে তা সবাইকে জানিয়ে করব।”

চলচ্চিত্রে আগ্রহ, তবে মানসম্পন্ন কাজ চান
নাটকের পাশাপাশি বিজ্ঞাপন ও ফ্যাশন ফটোশুটেও ব্যস্ত সময় পার করছেন মাহি। কাজ করতে চান ওটিটি প্ল্যাটফর্মেও। যদিও তিনি আক্ষেপ করে বলেন, “আগে দেশের ওটিটিতে অনেক কাজ হতো, কিন্তু এখন বাজেট ও পরিস্থিতির কারণে কাজ কমে গেছে।”

সিনেমায় কাজ করার আগ্রহের কথাও জানান তিনি। মাহির ভাষায়, “বড় পর্দায় কাজ করতে চাই, তবে একদম প্রস্তুত হয়েই নামতে চাই। নির্দিষ্ট কোনো নির্মাতা নয়, ভালো গল্প ও স্ক্রিপ্ট পেলে তবেই কাজ করব।”

শাকিব খানের সঙ্গে কাজ প্রসঙ্গে জানতে চাইলে মাহি বলেন, “সুযোগ পেলে অবশ্যই করব।”

রাজনীতি নয়, মনোযোগ অভিনয়ে
রাজনীতিতে আসার কোনো পরিকল্পনা নেই বলেও জানান মাহি। বলেন, “যতদিন অভিনয় করছি, রাজনীতিতে আসার প্রশ্নই ওঠে না। সেলিব্রিটিরা রাজনীতিতে এলেও সেটি তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত।”

ট্রল নিয়ে ভাবনা ও ভবিষ্যতের স্বপ্ন
কাজের প্রয়োজনে পোশাক নিয়ে ট্রলের মুখে পড়তে হয় মাঝে মাঝে। এ প্রসঙ্গে মাহি বলেন, “অনেক সময় চরিত্রের প্রয়োজনেই কিছু পোশাক পড়তে হয়, সেটা আমাদের হাতে থাকে না। আগে এসব নিয়ে খারাপ লাগত, এখন এসব উপেক্ষা করি।”

আগামী তিন বছরে নিজেকে কোথায় দেখতে চান—এমন প্রশ্নে মাহি বলেন, “সবকিছু দেশের পরিস্থিতির ওপর নির্ভর করে। তবে আমার চেষ্টা থাকবে ভালো কাজের মাধ্যমে আরও এগিয়ে যাওয়ার।”

 

Leave a Reply

Your email address will not be published.