আসছে চঞ্চল-ঋতুপর্ণার সিনেমা

‘পদাতিক’ দিয়ে কলকাতার দর্শকদের মন জয় করার পর এবার নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন চঞ্চল চৌধুরী। এবার তিনি অভিনয় করতে যাচ্ছেন কলকাতার নতুন সিনেমা ‘ত্রিধরা’-তে। এই সিনেমায় প্রথমবারের মতো পর্দা ভাগ করতে চলেছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবং গুণী নির্মাতা-অভিনেতা কৌশিক গাঙ্গুলী-এর সঙ্গে। ছবির পরিচালনায় রয়েছেন অমিতাভ ভট্টাচার্য।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, ‘ত্রিধরা’ তিনজন মানুষের জীবনের গল্প। তিনটি আলাদা চরিত্র, তিনটি আলাদা অধ্যায়। যেখানে ২৫ বছর আগের এক পুরনো প্রেম হঠাৎ এসে আলোড়ন তোলে বর্তমান জীবনে। পরিবর্তন ঘটে মানুষ, সম্পর্ক আর পরিস্থিতির।

তবে এখনো সিনেমাটির চূড়ান্ত পরিকল্পনা হয়নি। চঞ্চল চৌধুরী জানিয়েছেন, ‘‘আমাদের মধ্যে প্রাথমিক আলোচনা হয়েছে। গল্পটি ভালো লেগেছে। আগ্রহ প্রকাশ করেছি। তবে এখনও সবকিছু নিশ্চিত নয়। পরিকল্পনা চূড়ান্ত হলে কাজটি করবো।’’

ঋতুপর্ণা সেনগুপ্ত-ও জানান, তিনিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে অভিনেতাদের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে।

দুই বাংলার শিল্পীদের একসঙ্গে কাজ করার সুযোগ অনেকদিন ধরে সীমিত ছিল। তবে এবার সেই বাধা যেন কাটতে শুরু করেছে। সম্প্রতি জয়া আহসান কাজ শুরু করেছেন কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমায়। আর এবার চঞ্চল চৌধুরীর নতুন কলকাতার সিনেমার খবর এল প্রকাশ্যে।

এদিকে সদ্য মুক্তিপ্রাপ্ত ঈদের দুই সিনেমা ‘উৎসব’ এবং ‘ইনসাফ’-এ খুব বেশি সময় পর্দায় ছিলেন না চঞ্চল চৌধুরী। তবে যতটুকু ছিলেন, তাতেই আলাদা ছাপ রেখেছেন।

দুই বাংলার এই নতুন শিল্পী-যোগের খবরে দর্শকদের মধ্যেও বাড়ছে কৌতূহল।

 

Leave a Reply

Your email address will not be published.