ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সাদিয়া আয়মান অভিনীত সিনেমা ‘উৎসব’, যা মুক্তির পর থেকেই দর্শকপ্রিয়তা পাচ্ছে। নাটকে জনপ্রিয় এ অভিনেত্রীর এটি দ্বিতীয় চলচ্চিত্র। ঈদের দিন থেকেই সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহ বাড়তে থাকে। সেই ধারাবাহিকতায় দ্বিতীয় সপ্তাহে এসে এর শো সংখ্যা বেড়েছে, বিশেষ করে দেশের মাল্টিপ্লেক্সগুলোতে হাউসফুল যাচ্ছে বেশিরভাগ শো—এমন দাবি সংশ্লিষ্টদের।
দেশের গণ্ডি পেরিয়ে এবার আন্তর্জাতিক পর্দায় উঠছে ‘উৎসব’। জানা গেছে, আগামী ২০ জুন থেকে এটি প্রদর্শিত হবে কানাডার সিনেপ্লেক্স, আমেরিকার এএমসি, রিগ্যাল, সিনেমার্ক, এবং যুক্তরাজ্যের সিনেওয়ার্ল্ড চেইনে। এছাড়া ২১ জুন থেকে সিনেমাটি মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়াতেও। আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে রয়েছে স্বপ্ন স্কেয়ারক্রো।
তানিম নূরের পরিচালনায় নির্মিত ‘উৎসব’ অনুপ্রাণিত হয়েছে চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস ‘অ্যা ক্রিসমাস ক্যারল’ থেকে। গল্পটি এগিয়েছে এক কৃপণ ব্যক্তিকে ঘিরে, যার কাছে উৎসবের রাতে অতীতের তিন ব্যবসায়িক অংশীদারের আত্মা হাজির হয়। তারা তাকে নিয়ে যায় অতীত, বর্তমান ও ভবিষ্যতের নানা অধ্যায়ের ভেতরে। এসব অভিজ্ঞতার মধ্য দিয়ে বদলে যেতে থাকে তার জীবনবোধ।
সিনেমাটির কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন জাহিদ হাসান, যিনি হাজির হয়েছেন এক ভূতের চরিত্রে। তার সঙ্গে আছেন চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম, তারিক আনাম খান, ইন্তেখাব দিনার, সাদিয়া আয়মান এবং সৌম্য জ্যোতি।
দর্শকদের সঙ্গে সিনেমা হলে বসে সিনেমাটি দেখার অভিজ্ঞতা নিয়ে সাদিয়া আয়মান বলেন,
“প্রথমদিন থেকেই দারুণ সাড়া পাচ্ছি। দর্শকের ভালোবাসা ও প্রশংসা আমাকে ভীষণ অনুপ্রাণিত করছে।”
প্রসঙ্গত, সাদিয়ার প্রথম চলচ্চিত্র ‘কাজলরেখা’, যেখানে তার অভিনয় প্রশংসিত হয়েছিল। এবার ঈদে ‘উৎসব’ ছাড়াও তাকে দেখা গেছে অমিতাভ রেজার পরিচালনায় ওটিটি সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’-তে, যেখানে তিনি মোশাররফ করিমের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন।
সাদিয়ার অভিনয়জীবনের এক নতুন উৎসব শুরু হয়েছে যেন ‘উৎসব’ দিয়েই।