ওই চরিত্রটি হয়তো আমি আগে কোনোদিন করিনি: চঞ্চল চৌধুরী

ছোট পর্দা থেকে বড় পর্দায় সফলভাবে নিজের অবস্থান গড়ে তুলেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। তাঁর দক্ষ অভিনয় দিয়ে জয় করে নিয়েছেন দর্শক ও সমালোচকদের হৃদয়।

তার এই অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ভূষিত হয়েছেন। এছাড়াও পেয়েছেন একটি মেরিল-প্রথম আলো পুরস্কার ও দুটি সমালোচক পুরস্কার।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে চঞ্চল জানান, তিনি নতুন ধরনের চরিত্রে অভিনয়ের অপেক্ষায় আছেন। তার ভাষায়, “আমার প্রতিটি সিনেমার গল্প এবং চরিত্র আলাদা। আমি সবসময় চেষ্টা করি একটু ব্যতিক্রম কিছু করতে। তাই এখন এমন গল্প ও চরিত্র খুঁজছি যেটা একেবারেই নতুন, যার জন্য আমি অপেক্ষা করি।”

চঞ্চল আরও বলেন, “এই গ্যাপটা আসলে অপেক্ষার। এই সময়টা পার হওয়ার পর যখন দর্শক সিনেমাটা দেখবেন, তখন বুঝতে পারবেন চরিত্রটি আমি আগে কখনো করিনি। সেটা বোঝাতে পারলেই আমার পরিশ্রম সার্থক হবে।”

তিনি স্পষ্ট করে বলেন, “আমি চাই না আমার গল্পগুলো বা চরিত্রগুলো একঘেয়ে হোক। দর্শক যেন প্রতিবারই আমাকে নতুনভাবে আবিষ্কার করতে পারেন, যেন মনে হয় নতুন এক চঞ্চল চৌধুরীকে দেখলেন।”

চঞ্চলের এই মনোভাবই প্রমাণ করে, তিনি শুধু অভিনেতা নন, একজন সচেতন শিল্পী যিনি নিজের কাজের মাধ্যমে সবসময় কিছু নতুন দিতে চান দর্শকদের।

Leave a Reply

Your email address will not be published.