নব্বই দশকের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। অনেক বছর ধরেই অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন তিনি। মাঝেমধ্যে সিনেমায় ফেরার ইঙ্গিত দিলেও বাস্তবে ক্যামেরার সামনে ফেরা তার জন্য বেশ দীর্ঘ প্রক্রিয়া হয়ে দাঁড়িয়েছে।
গেল বছরের এপ্রিলে অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটে। ‘রঙ্গনা’ নামের একটি সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতির পর আবারও শুটিং ফ্লোরে ফিরেছিলেন শাবনূর। মে মাসের মধ্যে সিনেমার অর্ধেকের বেশি দৃশ্যধারণও সম্পন্ন হয়। এরপর আবার সিডনিতে ফিরে যান এই জনপ্রিয় নায়িকা।
পরে প্রায় ১৪ মাস কেটে গেলেও হয়নি ছবির দ্বিতীয় ধাপের শুটিং। চলতি বছরের ৮ আগস্ট থেকে আবারও শুটিং শুরুর কথা ছিল। কিন্তু দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে তখনও দেশে ফেরা হয়নি শাবনূরের।
পরবর্তীতে জানা যায়, পারিশ্রমিকজনিত জটিলতার কারণেও নতুন করে শিডিউল মেলেনি তার। নির্মাতা আরাফাত অভিযোগ করেছিলেন, সম্মানী নিয়ে সমঝোতার অভাবে কাজ থেমে আছে।
অন্যদিকে শাবনূর জানিয়েছিলেন, নির্মাতা কথা দিয়ে কথা রাখেননি। ফলে গুঞ্জন ওঠে—তিনি নাকি সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন।
তবে এসব জল্পনার অবসান ঘটিয়ে শাবনূর নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ‘রঙ্গনা’র কাজ এখনও বন্ধ হয়নি, তিনিও এতে যুক্ত আছেন।
এ নিয়ে সিনেমার পরিচালক আরাফাত বলেন, ‘অনেকে ভাবছেন “রঙ্গনা” আর হচ্ছে না। কিন্তু এটা সম্পূর্ণ গুজব। দয়া করে গুজবে কান দেবেন না। শাবনূর আপার সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে। সব কিছু ঠিক থাকলে আগামী নভেম্বরে আবারও শুটিং শুরু করবো।’
শাবনূর ভক্তরা তাই এখন অপেক্ষায়—প্রিয় নায়িকা কবে আবার ক্যামেরার সামনে দাঁড়াবেন।