নতুন জুটির অভিষেক ‘রূপ’ নাটকে

বর্তমান ছোটপর্দার অন্যতম ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে নতুন মুখ ও ফ্রেশ জুটির আবির্ভাব।

তরুণ প্রজন্মের অভিনয়শিল্পীদের নিয়ে নির্মাতারা যেমন আগ্রহ দেখাচ্ছেন, তেমনি দর্শকরাও খুঁজে নিচ্ছেন অভিনয়ে নতুনত্ব ও ভিন্নতা। সেই ধারাবাহিকতায় নির্মিত হয়েছে বিশেষ রোমান্টিক-ট্র্যাজেডি নাটক ‘রূপ’, যেখানে প্রথমবার জুটি হয়ে আসছেন দুই নতুন মুখ— সাদ নাওভি ও ইন্দ্রানী নিশি।

নাটকটি নির্মাণ করেছেন রুবেল আনুশ। আব্রাহাম তামিমের মৌলিক গল্পে নির্মিত এই নাটকে একটি আবেগপ্রবণ ভালোবাসার গল্প তুলে ধরা হয়েছে, যার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নিশি। এটি তার অভিনয় জীবনের প্রথম প্রধান চরিত্র।

নাটকটি নিয়ে উচ্ছ্বসিত নিশি বলেন, ‘সবসময় ইচ্ছে ছিল এমন একটি গল্পে অভিনয় করার, যেখানে নিজেকে চরিত্রের মধ্যে মেলে ধরতে পারি। “রূপ” আমার প্রথম কেন্দ্রীয় চরিত্র— চেষ্টা করেছি নিজের সর্বোচ্চটা দিতে। দর্শকদের ভালো লাগলেই সার্থকতা মিলবে।’

অভিনেতা সাদ নাওভি বলেন, ‘রুবেল আনুশ ভাই গল্পটি খুব যত্ন নিয়ে বলেছেন। নিশির সঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করাটাও ছিল দারুণ অভিজ্ঞতা— সে খুব সহানুভূতিশীল ও পেশাদার, যার ফলে পুরো কাজটা ছিল স্বতঃস্ফূর্ত।’

নির্মাতা রুবেল আনুশ দুই শিল্পীর প্রশংসায় বলেন, ‘নাওভি ও নিশি দুজনেই কাজের প্রতি অত্যন্ত দায়িত্বশীল। নিশিকে দেখে মনে হয়েছে সে যেন চরিত্রটিতে একেবারে ডুবে গেছে— একপ্রকার মেথড অ্যাক্টিংই করেছে বলা যায়। নাওভিও দারুণ কাজ করেছে। আমি মনে করি, এই দুইজনের মাঝেই ভবিষ্যতের সম্ভাবনা রয়েছে। দর্শক নিশ্চয়ই তাদের অভিনয়ে নতুনত্বের স্বাদ পাবেন।’

নাটকটিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিজ্ঞ অভিনেত্রী মনিরা আক্তার মিঠু। নাটকটি খুব শিগগিরই প্রচারিত হবে জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায়।

Leave a Reply

Your email address will not be published.