ফেসবুকে ছবি দিয়ে নুসরাত ফারিয়া লিখলেন ‘১মাস পর’

ঢালিউডের তারকা অভিনেত্রী নুসরাত ফারিয়া এক মাসের বিরতির পর আবারও কাজে ফিরেছেন। নানা বিতর্ক, সমালোচনা ও আইনি জটিলতার মধ্য দিয়ে যাওয়া এই অভিনেত্রী অবশেষে ডাবিংয়ের মাধ্যমে নতুন করে কাজ শুরু করেছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করে নিজের ফেরার বার্তা দিয়েছেন ফারিয়া। ছবিগুলোতে তাকে দেখা গেছে রেকর্ডিং স্টুডিওতে, মাইক্রোফোনের সামনে বেশ হাসিখুশি মুডে। ক্যাপশনে লিখেছেন, “১ মাস পর”—যা থেকেই স্পষ্ট, তিনি আবার কর্মজীবনে ফেরার চেষ্টা করছেন।

উল্লেখ্য, গত মাসে (১৮ মে) বিদেশ যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে পুলিশ। জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার অভিযোগে ভাটারা থানায় দায়ের করা এক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। একদিন কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান। এরপর থেকে তিনি জনসমক্ষে অনুপস্থিত ছিলেন।

এর আগে সরকারি প্রযোজনায় নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন নুসরাত ফারিয়া। তবে ছাত্র আন্দোলন চলাকালীন তিনি দেশে না থাকায় এবং পরে তেমনভাবে কাজে ব্যস্ত না হওয়ায় তার কর্মজীবনে ছন্দপতন ঘটে। মাঝে মুক্তি পাওয়া ‘জ্বীন-৩’ সিনেমাটিও বক্স অফিসে সফলতা পায়নি।

তবে সবকিছু ছাপিয়ে আবারও নিজেকে কাজে ফেরানোর চেষ্টা করছেন নুসরাত ফারিয়া। নতুন উদ্যমে ফিরে তিনি কেমনভাবে ঘুরে দাঁড়ান, সেটাই এখন দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published.