বাবা হারালেন পিয়া জান্নাতুল

মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুলের বাবা মাহমুদ হাসান চৌধুরী মারা গেছেন। আজ সোমবার সন্ধ্যায় খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

অভিনেত্রী ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিষয়টি জানানো হয়েছে। বাবার মৃত্যুর খবর পেয়ে জন্মস্থান খুলনার উদ্দেশে রওনা হয়েছেন পিয়া।

জানা গেছে, খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মাহমুদ হাসান চৌধুরী। গতকাল তার গলব্লাডারে অপারেশন হয়। আজ সন্ধ্যায় সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

প্রসঙ্গত, ২০০৭ সালে মিস বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন পিয়া। এরপর কর্মজীবন শুরু করেন র‌্যাম্প মডেলিংয়ের মাধ্যমে ২০০৮ সালে। ফ্যাশন মডেল হিসেবে পাশাপাশি একাধিক ব্র্যান্ডের টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেছেন। ২০১২ সালে ‘চোরাবালি’ সিনেমা অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। অভিনয় ছাড়া আইন পেশার সঙ্গেও যুক্ত আছেন তিনি।

 

Leave a Reply

Your email address will not be published.