রাশিয়ার কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসরে বাংলাদেশের আরেকটি সিনেমা জায়গা করে নিল। এবার নির্বাচিত হয়েছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘মাস্তুল’। এর আগে এই উৎসবে বাংলাদেশের দুটি চলচ্চিত্রের মনোনয়ন প্রকাশ্যে আসে— স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজনস’ এবং তথ্যচিত্র ‘মাইটি আফরিন: ইন দ্য টাইম অব ফ্লাডস’।
‘মাস্তুল’ উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে নয়, প্রদর্শিত হবে ‘রাশিয়া-ইসলামিক ওয়ার্ল্ড’ নামের বিশেষ বিভাগে। এই বিভাগে মূল প্রতিযোগিতার বাইরের ১০টি চলচ্চিত্র নির্বাচন করা হয়েছে, যেখানে গুরুত্ব দেওয়া হয়েছে মানবতা, সহমর্মিতা ও সামাজিক বাস্তবতাকে।
‘মাস্তুল’ ছবিতে ভাসমান জাহাজে কর্মরত নাবিকদের জীবনের গল্প তুলে ধরা হয়েছে। চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত ও সিফাত বন্যা।
শুধু কাজান নয়, চলতি বছরের সেপ্টেম্বরে স্পেনের ইমাজিনইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হবে ‘মাস্তুল’।
এদিকে শাহরিয়ার আজাদ সৌমিক পরিচালিত স্বল্পদৈর্ঘ্য ছবি ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজনস’ ইতোমধ্যেই কাজানের প্রতিযোগিতা তালিকায় জায়গা করে নিয়েছে। গ্রামীণ শৈশবের আবহ এবং এক জোড়া কবুতরকে ঘিরে আবর্তিত হয়েছে এর কাহিনি।
তথ্যচিত্র বিভাগে রয়েছে ‘মাইটি আফরিন: ইন দ্য টাইম অব ফ্লাডস’, যা নির্মাণ করেছেন অ্যাঞ্জেলস রালিস। এতে উঠে এসেছে ব্রহ্মপুত্রের এক প্রত্যন্ত দ্বীপে বসবাসরত ১২ বছরের এক সাহসী মেয়ে আফরিনের গল্প। আকস্মিক বন্যার পর সে জলবায়ু উদ্বাস্তু হয়ে বাবাকে খুঁজতে বের হয়। এতে অভিনয় করেছেন আফরিন খানম, বন্যা আক্তার ও ফিরোজা বেগম।
বাংলাদেশি এই তিন ছবির অর্জন দেশের চলচ্চিত্রের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং বৈচিত্র্যময় গল্প বলার ধারার আরেকটি উল্লেখযোগ্য উদাহরণ।