শাকিবের বরবাদের পর সোজা বলিউডে রিয়া

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায় একের পর এক চমক দিচ্ছেন। ‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করে বাংলাদেশি দর্শকের মন জয় করেছেন তিনি, যেখানে ইধিকা পালের বড় বোনের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।

ছোট পর্দা দিয়ে যাত্রা শুরু করলেও রিয়া এখন কাজের পরিধি অনেকটাই বিস্তৃত করেছেন। কলকাতার পর বাংলাদেশের চলচ্চিত্রে নিজেকে প্রমাণ করার পর এবার বলিউডে প্রবেশ করলেন তিনি।

নিজের নতুন পথচলার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়ে জানিয়েছেন, ‘রিলায়েন্স এন্টারটেনমেন্ট’-এর ব্যানারে আসছে তাঁর প্রথম হিন্দি ছবি ‘বিহান’।

ছবির পরিচালনায় রয়েছেন ধীরাজ কুমার। নারীশক্তিকে কেন্দ্র করে সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রিয়া।

রিয়া জানিয়েছেন, বর্তমানে তিনি শুটিংয়ে ব্যস্ত রয়েছেন এবং দিনটি বেশ চাপের মধ্যেই কাটছে। দ্রুত প্রতিক্রিয়ায় তিনি বলেন, “১৫ বছরের পরিশ্রম আর ভগবানের আশীর্বাদেই আজ এই জায়গায় পৌঁছাতে পেরেছি।”

বলিউডে পা রাখলেও টলিউড ছাড়ার ইচ্ছা নেই তাঁর। রিয়া জানিয়েছেন, তিনি একসঙ্গে দুই ইন্ডাস্ট্রিতেই কাজ করতে চান এবং নিজেকে আরও ভালো কাজের জন্য প্রস্তুত করছেন।

এতেই থেমে নেই রিয়ার দৌড়। তাঁকে শীঘ্রই দেখা যাবে জিৎ চক্রবর্তীর পরবর্তী বাংলা ছবি **‘লটারি জিন্দাবাদ’-**এ। খরাজ মুখোপাধ্যায়, দেবলীনা দত্ত-সহ একাধিক জনপ্রিয় মুখ থাকবেন এই ছবিতে। কৌতুকধর্মী এই সিনেমায় রিয়া থাকবেন এক দুর্দান্ত পুলিশ অফিসারের ভূমিকায়। বাইক চালানো, অ্যাকশন দৃশ্য— সব কিছুতেই তিনি চমকে দেবেন দর্শকদের।

রিয়া গঙ্গোপাধ্যায় এখন সত্যিই বহুমাত্রিক মঞ্চে নিজেকে প্রমাণ করে চলেছেন।

Leave a Reply

Your email address will not be published.