অবশেষে ৬৫ লাখ টাকা ফেরত দিলেন শাকিব খান

২০২১-২২ অর্থবছরে সরকারপ্রদত্ত ৬৫ লাখ টাকা অনুদান পেয়েছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। উদ্দেশ্য ছিল ‘মায়া’ নামের একটি সিনেমা নির্মাণ। তবে তিন বছর পেরিয়ে গেলেও সেই ছবির কাজ শুরুই করতে পারেননি তিনি, যার ফলে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় তাকে।

শেষ পর্যন্ত অনুদানের সেই অর্থ ফিরিয়ে দিয়েছেন শাকিব খান। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চলতি বছরের ১২ মে শাকিব খানকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়, যেখানে বলা হয়—সিনেমা নির্মাণ না হলে বা টাকা ফেরত না দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এরপরই তিনি টাকা ফেরত দেন।

মাহবুবা ফারজানা আরও বলেন, ‘অনুদান গ্রহণের ৯ মাসের মধ্যে সিনেমার কাজ শেষ করার নিয়ম রয়েছে। যৌক্তিক কারণে সময় বাড়ানো সম্ভব হলেও শাকিব খান কোনো আবেদন করেননি। বরং দীর্ঘদিন টাকা রেখে দিয়েছেন। এ কারণেই বাধ্য হয়ে চাপের মুখে অর্থ ফেরত দিয়েছেন তিনি।’

প্রসঙ্গত, ‘মায়া’ সিনেমায় শাকিব খানের বিপরীতে পূজা চেরীর অভিনয়ের কথা শোনা গিয়েছিল। তবে সিনেমাটি আলোর মুখ না দেখায় সে সম্ভাবনাও আপাতত অনিশ্চিত হয়ে পড়েছে।