সম্প্রতি ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের কারণে শোবিজ অঙ্গন ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। এক সাক্ষাৎকারে নিজের প্রাক্তন প্রেমিককে ‘ভয়ংকর লেভেলের অমানুষ’ এবং ‘জানোয়ার’ বলে উল্লেখ করেন তিনি।
এ নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়, যেখানে অনেকেই ধারণা করেন অভিনেতা শামীম হাসান সরকারই হয়তো ওই ব্যক্তি।
এই জল্পনার জবাব দিতে শামীম হাসান সরকার এক মন্তব্যে জানান, তিনি অহনার প্রাক্তন নন এবং যাকে নিয়ে অহনা বলছেন, সেই ব্যক্তিকে তিনিও চেনেন। শামীম বলেন, ‘সবাই কমেন্টে জিজ্ঞেস করে সেই প্রাক্তন আমি কি না! সবাই পুরো অনুষ্ঠান না দেখে আমাকে বিচার করলে হবে না। সে যেই প্রাক্তনের কথা বলে তাকে আমিও চিনি। আমিও তার নাম বলব না। কিন্তু সেই ব্যক্তি আমি না, এটা সবার জানার দরকার।’
তবে এবার সরাসরি এক সংবাদ সম্মেলনে এসে সেই প্রাক্তনের পরিচয় প্রকাশ করেন শামীম। মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় আয়োজিত ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘অহনার ইন্টারভিউয়ের ক্লিপ কেটে দিয়ে “প্রাক্তন একটা জানোয়ার”— এসব ট্যাগ আমাকে বিয়ের পরও ইনবক্সে পেতে হয়েছে। এটা আমার জন্য খুব কষ্টদায়ক। এখন ওই প্রাক্তন জানোয়ারটার সাথে আমি নেই।’
তিনি জানান, অহনার প্রাক্তন প্রেমিক হচ্ছেন মেহেদী হাসান হৃদয়, যিনি বরবাদ সিনেমার পরিচালক। শামীম বলেন, ‘অহনা তো নামটা বলেনি, আমি বলছি— ওটা মেহেদী হাসান হৃদয়। তাদের ৬-৭ বছরের সম্পর্ক ছিল। আমি যখন অহনার সঙ্গে বন্ধুত্ব করেছি, তখনও সে (মেহেদী) তার সঙ্গে সম্পর্কেই ছিল।’
এর আগে অহনা বলেন, সম্পর্কের তিক্ত অভিজ্ঞতার কারণে তিনি এখন আর কোনো পুরুষকে বিশ্বাস করতে পারেন না। তার ভাষায়, ‘একবার এতো বাজেভাবে মন ভেঙেছে, এরপর উঠে দাঁড়াতে আমার কষ্ট হচ্ছে। আমি একা উঠে দাঁড়াতে চাই।’
এ নিয়ে শোবিজ পাড়ায় ফের চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।