আইয়ুব বাচ্চু নেই আজ তিন বছর

 

আবার কবে আসবেন একজন আইয়ুব বাচ্চু? আগামী একশ বছরে আর একজন আইয়ুব বাচ্চু কি পাবে বাংলাদেশ? বাংলাদেশের ইতিহাসের সেরা গিটারিস্ট কিংবদন্তি ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবস আজ। ২০১৮ সালের এই দিনে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান তিনি।

গত বছরের ১৮ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই কিংবদন্তি শিল্পী।রূপালী গিটার ফেলে যাওয়ার আগে দীর্ঘ কয়েক দশকে অসংখ্য কালজয়ী, জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি । ‘চলো বদলে যাই,’ ‘হাসতে দেখো,’ ‘এখন অনেক রাত,’ ‘রুপালি গিটার’, ‘মেয়ে’ ‘আমি কষ্ট পেতে ভালোবাসি,’ ‘সুখের এ পৃথিবী,’ ‘ফেরারি মন,’ ‘উড়াল দেবো আকাশে,’ ‘বাংলাদেশ,’ ‘আমি বারো মাস তোমায় ভালোবাসি,’ ‘এক আকাশের তারা,’ ‘সেই তারা ভরা রাতে,’ ‘কবিতা,’ ‘আমি তো প্রেমে পড়িনি,’ ‘তিন পুরুষ,’ ‘যেওনা চলে বন্ধু,’ ‘বেলা শেষে ফিরে এসে,’ ‘আমি তো প্রেমে পড়িনি,’ ‘তিন পুরুষ’সহ অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা তিনি।

তার এমন অসংখ্য কালজয়ী গানের কল্যাণে সমৃদ্ধ হয়েছে বাংলা ব্যান্ডজগৎ ।