আজ ৫০–এ পা দিলেন চিত্রনায়ক রিয়াজ আহমেদ

 

বয়স ৫০, আর অভিনয়জীবনের বয়স হলো ২৬। ‘বাংলার নায়ক’ সিনেমা দিয়ে যাত্রা শুরু করেন, সাল তখন ১৯৯৫ ।  এরপর নানান চরাই উতরাই পার করে হয়ে উঠেছেন ঢালিউডের সুপারস্টার ।  বিমানবাহিনী থেকে সিনেমার সফল নায়ক।

সালমান শাহ এর মৃত্যুর পর ঢালিউডের সিনেমায় যে শূন্যতার সৃষ্টি হয়েছিলো তা কিছুটা পূরণ করেছেন রিয়াজ । শাবনূরের সঙ্গে জুটি বেঁধে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পান রিয়াজ। নানা কারণে সেই জুটি ভেঙ্গে গেলে পূর্ণিমার সঙ্গেও জুটি বেঁধে দারুণ সাফল্য পান তিনি।

দীর্ঘ সিনেমা ক্যারিয়ারে দর্শককে উপহার দিয়েছেন কয়েকশ সিনেমা । এরমাঝে উল্লেখযোগ্য ‘নারীর মন’, ‘বিয়ের ফুল’, ‘এই মন চায় যে’, ‘হৃদয়ের আয়না’, ‘প্রাণের চেয়ে প্রিয়’, ‘প্রেমের তাজমহল’ ।

কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের খুব স্নেহভাজন ছিলেন । অভিনয় করেছেন হুমায়ূন আহমেদের বেশ কিছু সিনেমায় । এছাড়া উড়ে যায় বক পক্ষী নাটকেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন ।

দীর্ঘ বিরতির পর আবারো দেখা যাবে তাকে সিনেমার পর্দায় । ‘বঙ্গবন্ধু’ ও ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায় দেখা যাবে রিয়াজকে ।