আতঙ্কে দিন কাটাচ্ছেন মিষ্টি জান্নাত

বিভিন্ন সময়ে ব্যক্তিজীবনের নানা ঘটনার কারণে আলোচনায় আসা চিত্রনায়িকা মিষ্টি জান্নাত এবার শিরোনামে এলেন চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকা এই অভিনেত্রী এক ফেসবুক পোস্টে দাবি করেছেন, অজ্ঞাতনামা ব্যক্তিরা তাকে ফোন ও মেসেজের মাধ্যমে চাঁদা দাবি করছে এবং প্রাণে মারার হুমকি দিচ্ছে।

মিষ্টি লেখেন, “গতকাল থেকে বিভিন্ন নাম্বার থেকে আমাকে মেসেজ করে, কল দিয়ে চাঁদা চাওয়া হচ্ছে। মেরে ফেলার হুমকিও দেওয়া হচ্ছে। আর ব্লক করে দিলে অন্য নাম্বার থেকে মিথ্যা মামলার হুমকি দেওয়া হচ্ছে।”

এই পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। নেটিজেনদের অনেকেই মিষ্টিকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দিয়েছেন। জাহেদ মিয়া নামে একজন লিখেছেন, “প্রশাসনের আশ্রয় নেন।” আরেকজন বলেন, “থানায় জিডি করুন।”

এ ঘটনায় এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দার ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। নায়িকা পরিচয়ের পাশাপাশি তিনি একজন চিকিৎসকও।

Leave a Reply

Your email address will not be published.