‘আমাদের বিবাহবিচ্ছেদ হয়নি’

জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা হঠাৎ করেই ছয় বছরের সংসারের ইতি টানার ঘোষণা দিয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আবেগঘন এক বার্তায় এ তথ্য জানান তিনি।

তবে এ ঘোষণার পর কণার স্বামী মো. ইফতেখার গহিন নিজ ফেসবুকে একটি পোস্টে লিখেন, “আমাদের বিচ্ছেদ হয়নি”।

এতে শুরু হয় অনুরাগীদের মধ্যে বিভ্রান্তি।

যদিও বৃহস্পতিবার সকাল নাগাদ গহিনের আইডিতে সেই পোস্ট আর দেখা যায়নি—তিনি সেটি মুছে ফেলেছেন।

সেই পোস্টে গহিন কণাকে মেনশন করে লেখেন, “যারা কনাকে নিয়ে বাজে সংবাদ ছড়াচ্ছেন, তারা কিছু কুচক্রী ও কুরুচিপূর্ণ মানসিকতার মানুষ। ” তিনি আরও বলেন, “আমাদের কিছু পারিবারিক সমস্যা চলছে, যা আমরা দুজনেই সমাধানের চেষ্টা করছি। আমাদের কোনো বিবাহবিচ্ছেদ হয়নি।

তবে আল্লাহ না করুন যদি কোনোদিন আলাদা হতে হয়, তার কারণ হবে বহুদিন ধরে চলা পারিবারিক দ্বন্দ্ব। ”

এছাড়া গহিন হুঁশিয়ারি দিয়ে লেখেন, “কোনো পরকীয়া বা মিথ্যা তথ্য নিয়ে সংবাদ প্রকাশ করলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব। ”

তবে এই সব বক্তব্য সরিয়ে ফেলার পরও কণা নতুন করে আর কোনো মন্তব্য করেননি।

প্রসঙ্গত, দীর্ঘ ৭ বছর প্রেমের পর ২০১৯ সালের ২১ এপ্রিল ব্যবসায়ী ইফতেখার গহিনকে বিয়ে করেন কণা।
তবে অবশেষে ভেঙে গেল তাঁদের ছয় বছরের দাম্পত্য জীবন।