‘আমারও ইচ্ছা আছে, তাই নিজেকে প্রস্তুত করছি’

জনপ্রিয় তরুণ অভিনেতা তৌসিফ মাহবুবের শোবিজ যাত্রা শুরু হয়েছিল র‌্যাম্প মডেল হিসেবে। তবে দর্শকের হৃদয়ে জায়গা করে নেন ২০১৩ সালে ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকের মাধ্যমে। তখন থেকেই টেলিভিশন নাটকে তার নিয়মিত উপস্থিতি, অভিনয়ের নান্দনিকতা ও পরিশ্রম তাকে এগিয়ে দিয়েছে এক অনন্য উচ্চতায়।

দীর্ঘ এক যুগ ধরে ছোট পর্দায় দারুণ সাফল্য পেলেও, বড় পর্দায় তাকে দেখা যায়নি এতদিন। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটাতে চলেছেন তৌসিফ। জানালেন, চলচ্চিত্রে অভিনয়ের ইচ্ছা তার বহুদিনের। আর সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে নিচ্ছেন মনোযোগী প্রস্তুতি।

“সিনেমায় কাজ করা আমার বহুদিনের ইচ্ছা,”—বললেন তৌসিফ মাহবুব। “তবে বড় কিছু করতে হলে আগে নিজেকে প্রস্তুত করতে হয়। আমি সেটাই করছি। অনেক বছর ধরে নাটকে কাজ করে নিজেকে গড়ে তুলেছি। এখন সময় এসেছে সেই অভিজ্ঞতাকে আরও বড় ক্যানভাসে নিয়ে যাওয়ার।”

নিজেকে প্রস্তুত করার প্রক্রিয়া হিসেবে নাটকেও দিচ্ছেন বাড়তি মনোযোগ ও সময়। তিনি জানান, “সাম্প্রতিক নাটকগুলোতে আমি অন্তত ১৩-১৪ দিন সময় দিচ্ছি। বেশিরভাগ কাজেই ৭ থেকে ১০ দিন ধরে শুটিং করি। সময় নিয়ে কাজ করার চেষ্টা করি যেন প্রতিটি চরিত্রে সত্যিকারভাবে ডুবে যেতে পারি।”

অভিনয়ে নিখুঁত হতে চাওয়া তৌসিফের এই আত্মপ্রত্যয় ও প্রস্তুতি দেখে আশা করাই যায়— বড় পর্দাতেও তিনি হয়ে উঠবেন দর্শকের আপন মুখ।

 

Leave a Reply

Your email address will not be published.