ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খানকে ভক্তরা ভালোবেসে নানা উপাধিতে ডাকেন। কখনো ‘কিং খান’, কখনো ‘সুপারস্টার’, আবার কখনো ‘মেগাস্টার’। সম্প্রতি এই ‘মেগাস্টার’ বিশেষণ নিয়েই মন্তব্য করে আলোচনায় আসেন দেশের গুণী অভিনেতা জাহিদ হাসান।
এক সাক্ষাৎকারে জাহিদ হাসান বলেন, শাকিব খানের নামের আগে ‘মেগাস্টার’ ট্যাগ জুড়ে দেওয়া হয়, যেটা তাকে কিছুটা অস্বস্তিকর মনে হয়। তার ভাষায়, “শাকিব খানকে শুধু শাকিব খান বলা হয় না, বলা হয় ‘মেগাস্টার শাকিব খান’। অন্য সবাইকে বলা হয় চিত্রনায়ক। কেন, এটা বুঝি না। সে তো একজন অভিনেতা। আগেই একটা বিশেষণ জুড়ে দেওয়া হয়। এটা তার জন্য কতটা ভালো বা মন্দ হচ্ছে জানি না, তবে শব্দটা কানে লাগে।”
এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তুমুল বিতর্ক। বিশেষ করে শাকিব ভক্তদের একাংশ জাহিদ হাসানের বক্তব্যকে অপমানজনক মনে করে ক্ষোভ প্রকাশ করেন। কেউ কেউ সমালোচনায়ও মুখর হন।
বিষয়টি ঘোলাটে হয়ে ওঠার আগেই নিজের অবস্থান পরিষ্কার করেন জাহিদ হাসান। সম্প্রতি এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি নিজেই তো ছোট মানুষ। তাকে (শাকিব খান) ছোট করতে যাব কেন! আমার বক্তব্য হয়তো ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বা আমি ঠিকভাবে বোঝাতে পারিনি।”
তিনি স্পষ্ট করে জানান, কাউকে হেয় করার কোনো ইচ্ছাই তার ছিল না। বরং বোঝাতে চেয়েছেন, “যে নাম নিজেই এত বড়, তার আগে বাড়তি বিশেষণ দেওয়ার প্রয়োজন পড়ে না। যেমন শাহরুখ খান, সালমান খান, টম ক্রুজ বা ম্যারাডোনা—তাদের নামই যথেষ্ট। শাকিব খানের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।”
জাহিদ হাসান আরও বলেন, “আমি কাউকে ছোট করতে চাই না। আমি কি পাগল! আমি নিজেই অনেক ছোট একজন মানুষ। আর শাকিব তো আমাদের সম্পদ। তার পাশে আমাদেরই থাকতে হবে। ভুল বোঝাবুঝি তৈরি করে তাকে ছোট করা কখনোই ঠিক না।”