আর দেখা যাবেনা বাপ্পী চৌধুরীকে কোনো সিনেমায়

‘ভালোবাসার রঙ’ সিনেমা দিয়ে ঢালিউডে যাত্রা শুরু বাপ্পী চৌধুরীর । ২০১২ সালে ঢালিউডে অভিষেকের পর বর্তমানে প্রায় ৪০ এর কাছাকাছি তার মোট সিনেমার সংখ্যা । আর এখানেই ইতি টানার ইঙ্গিত দিচ্ছেন বাপ্পী । ভবিষ্যতে বাপ্পীকে আর সিনেমায় দেখা যাবে না। এটা কোনো গুজব নয়, বাপ্পী নিজেই বিষয়টি জানিয়েছেন। একটি গণমাধ্যমে নতুন বছরের পরিকল্পনা প্রসঙ্গে কথা বলতে গিয়ে সিনেমা ছাড়ার ইঙ্গিত দিয়েছেন ।

সিনেমা ছেড়ে পারিবারিক ব্যবসায়ের দিকে মনোযোগ দিবেন বলেন জানান বাপ্পী৷ তার বাবা আমদানি-রফতানি বাণিজ্য করেন। সেই ব্যবসাতেই ভবিষ্যতে নজর দিতে চান।

বাপ্পী জানান ‘আমার পরিবার আসলে চায় না, আমি সিনেমায় থাকি। আমার কাছে দর্শক যেমন প্রাধান্য পায় তেমনি সবার ওপরে তো আমার বাবা-মা। তারা দীর্ঘদিন ধরেই চান, আমি অন্যকিছু করি। তাই সিনেমা কমে যেতে পারে। আমি অভিনয় ছেড়ে দিতে পারি। বাবা-মা যদি সত্যিই তা চান, তাহলে ২০২২-এ আমি সিনেমা থেকে বিদায় নেবো।’

সেই সাথে জানিয়েছেন বিয়ের খবরও, পরিবারের পছন্দে বিয়েটাও সেরে ফেলবেন বলেন জানান বাপ্পী । আদেও শুধু পরিবার নাকি অন্য কোনো কারণ আছে বাপ্পীর এমন সিদ্ধান্তের পেছনে ?