আসছে মোশাররফ করিমের নতুন সিনেমা,বলতে সমাজের প্রান্তিক মানুষের কথা

চমক লাগানো স্টারকাস্ট নিয়ে নির্মিত হচ্ছে ‘গু-কাকু সিনেমা ।  আর এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন মোশাররফ করিম । নব্বইয়ের দশকের একটি মফস্বলি অঞ্চল এই সিনেমার পটভূমি ।  মোশারফ করিম ছাড়াও ছবিতে অভিনয় করতে চলেছেন পরাণ চন্দপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায়, অপরাজিতা ঘোষ এবং মিশকা হালিমের মতো তারকারা। একজন ব্রাত্য, প্রান্তিক মানুষ গোটা জনগোষ্ঠীর জীবনকে দারুণ প্রভাবিত করে। এক অঞ্চলের অধিবাসীদের একটি সুনির্দিষ্ট পথ দেখায় সে। সেই গল্পই উঠে আসতে চলেছে ছবির মাধ্যমে।

সিনেমা প্রসঙ্গে নির্মাতা মণীশের জানান, ‘একজন ব্রাত্য, প্রান্তিক মানুষ কী ভাবে একটি গোটা জনগোষ্ঠীর জীবনকে তীব্র ভাবে প্রভাবিত করে ও শেষমেশ সেই অঞ্চলের অধিবাসীদের জন্য হ্যামলিনের বাঁশিওয়ালা হয়ে ওঠে, সে গল্পই উঠে আসে এই ছবিতে’। প্রযোজনায় জয় বি গঙ্গোপাধ্যায়। তাঁর কথায়, মণীশের এই সোশ্যাল স্যাটায়ার এই অতিমারির সময়ও প্রাসঙ্গিক। ফেব্রুয়ারিতে শুরু হবে ছবির শ্যুটিং।

আগামী ফ্রেব্রুয়ারি মাস থেকেই শুরু হবে ‘গু কাকু, দ্য পটি আঙ্কল’-এর শুটিং।