ইন্ডাস্ট্রির দুর্দশায় শাকিবের ঘুম হারাম, তাই নতুন প্রযোজনা

গেল ঈদে শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে মুক্তি পায় ‘পাসওয়ার্ড’। সে সিনেমার সফলতার ধারবাহিকতায় নতুন চারটি প্রযোজনার ঘোষণা এলো তার তরফ থেকে। ঢালিউড ইন্ডাস্ট্রির করুণ দশা তার রাতে ঘুম হারাম করে দিয়েছে। তা থেকে উত্তরণের জন্য এ উদ্যোগ বলে জানালেন তিনি।

নতুন প্রযোজনা নিয়ে শাকিব বলেন, ‘আমার আজ যা কিছু সব কিছুই এই চলচ্চিত্র থেকে এসেছে। চলচ্চিত্র থেকে নাম, যশ, খ্যাতি, অর্জন নিয়ে আমি শাকিব খান হয়েছি। আর এখন চলচ্চিত্রের দুঃসময় আমি চলে যাবো তা হয় না। এটাই আমার ইন্ডাস্ট্রি, এটাই আমার ঘর।’

তিনি আরও বলেন, ‘আমি পারতাম এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি ঘরোয়াভাবে করতে। কিন্তু করিনি। কারণ, আমার মনে হয়েছে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান দেখে আরও অনেকে অনুপ্রাণিত হোক। সিনেমা নির্মাণে আসুক। এখান থেকে অনুপ্রাণিত হয়ে আরও দশটি ছবির কাজ শুরু হোক।’

শাকিব আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমাদের এই চলচ্চিত্র অল্প দিনেই ঘুরে দাঁড়াবে। কেননা এখন অনেকেই আবার চলচ্চিত্র নির্মাণে এগিয়ে আসছে। কিছুদিন পর প্রযোজকদের নির্বাচন হবে। নতুন নেতৃত্ব এলে তখন সিনেমার করুণ দশা আরও কেটে যাবে।’

সবশেষে ঢালিউড কিং বলেন, ‘সিনেমার করুণ দশা দেখলে রাতে ঠিকমত ঘুম হয় না। আমি এমনটা কখনোই চাইনি। এমন একটা ইন্ডাস্ট্রি চেয়েছি যেটা নিয়ে গর্ব করা যাবে। শুধু দেশ নয়, দেশের বাইরে যারা থাকেন তারাও যেন বলতে পারেন শাকিব খান এদেশের ইন্ডাস্ট্রির সেরা নায়ক।’

এসকে ফিল্মসের ব্যানারে নতুন চারটি সিনেমা হল— বীর, ফাইটার, প্রিয়তমা ও পাসওয়ার্ড-টু। পরিচালনা করবেন যথাক্রমে কাজী হায়াত, বদিউল আলম খোকন, হিমেল আশরাফ ও মালেক আফসারী।

জাকির হোসেন রাজুর ‘মনের মতো মানুষ পাইলাম না’ সিনেমার শুটিং নিয়ে বর্তমানে ব্যস্ত আছেন শাকিব খান। এর কাজ শেষ হলেই কাজী হায়াতের পরিচালনায় ‘বীর’-এর কাজ শুরু করবেন।