ঈদের ছুটি যেখানে কাটালেন মিম

ঈদের ছুটিতে শ্রীলঙ্কার প্রাকৃতিক সৌন্দর্যে হারিয়ে গিয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। দেশের রুটিনমাফিক ব্যস্ততা পেছনে ফেলে তিনি ঘুরে বেড়িয়েছেন সেখানকার সমুদ্রসৈকত, পাহাড়, জলপ্রপাত ও চা-বাগানজুড়ে। মুগ্ধ সেইসব মুহূর্তের ছবি শেয়ার করেছেন নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে।

পর্দায় সাম্প্রতিক সময়ে খুব বেশি দেখা না গেলেও মিমের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট সরব রয়েছে ভ্রমণ ও ব্যক্তিগত জীবনের নানা রঙিন অভিজ্ঞতায়। উল্লেখ্য, এর আগেও বিভিন্ন উৎসবের ছুটিতে বিদেশ সফরে গেছেন তিনি—গত ঈদে গিয়েছিলেন থাইল্যান্ডে।

বিদ্যা সিনহা মিমের শোবিজ যাত্রা শুরু হয়েছিল মডেলিংয়ের মাধ্যমে। পরে ছোট পর্দা ও বড় পর্দা—দুই মাধ্যমেই সফলতা পেয়েছেন তিনি।

২০০৮ সালে হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমার মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক ঘটে। এরপর ‘আমার প্রাণের প্রিয়া’, ‘পদ্ম পাতার জল’, ‘ব্ল্যাক’, ‘দুলাভাই জিন্দাবাদ’, ‘সুলতান’, ‘আমি নেতা হব’, ‘সাপলুডু’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন।

২০২২ সালে মুক্তি পাওয়া ‘পরাণ’ ছবির অসাধারণ সাফল্য মিমকে আবারও আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। এরপর তাকে দেখা যায় রায়হান রাফী পরিচালিত ‘দামাল’ সিনেমায়। যদিও ওটিটি প্ল্যাটফর্মে তার উপস্থিতি এখনো সীমিত—এ পর্যন্ত কেবল ‘মিশন হান্টডাউন’ নামে একটি ওয়েব সিরিজে দেখা গেছে তাকে।

বর্তমানে বিদ্যা সিনহা মিম অপেক্ষায় আছেন নতুন সিনেমা ‘দিগন্তে ফুলের আগুন’-এর মুক্তির। এ ছবিতে তিনি অভিনয় করেছেন শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের স্ত্রী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত পান্না কায়সারের চরিত্রে।