নাট্যাঙ্গনের জনপ্রিয় জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। একসঙ্গে কাজ করে এরই মধ্যে তারা উপহার দিয়েছেন একাধিক দর্শকপ্রিয় নাটক। দর্শকদের ভালোবাসা ও চাহিদাকে মাথায় রেখেই তাদের নিয়ে একের পর এক নতুন নাটক নির্মাণ করছেন নির্মাতারা।
চলতি ঈদেও ব্যতিক্রম হয়নি। এবারও এ জুটির একাধিক নাটক প্রকাশ পেয়েছে ইউটিউবে, যা পেয়েছে দর্শক পছন্দ ও প্রশংসা। তবে শুধু ভিউ নয়, ইউটিউব ট্রেন্ডিং তালিকায়ও জায়গা করে নিয়েছে তাদের নাটক ‘কোটি টাকার চেয়ারম্যান’।
৮ জুন মুক্তি পাওয়া এ নাটকটি ইতোমধ্যে দেখেছেন ৬০ লাখেরও বেশি দর্শক। অনামিকা মন্ডলের লেখা গল্পে এটি পরিচালনা করেছেন মিতুল খান।
এ প্রসঙ্গে নিলয় বলেন, ‘দর্শক আমাদের জুটিকে যেভাবে গ্রহণ করছেন, সেটা সত্যিই আনন্দের। এটা তাদের ভালোবাসার প্রতিফলন।’
হিমি বলেন, ‘আমরা অনেক আগে থেকেই একসঙ্গে কাজ করছি। দর্শকের ভালোবাসার কারণেই ধারাবাহিকভাবে আমাদের নাটক ট্রেন্ডিংয়ে আসে। এটা আমাদের জন্য বড় প্রাপ্তি। দর্শকদের প্রতি কৃতজ্ঞ।’
এ পর্যন্ত নিলয়-হিমি জুটি হিসেবে দেড় শতাধিক নাটকে অভিনয় করেছেন। ইউটিউব ট্রেন্ডিংয়ের উদাহরণ টানলে প্রথমেই উঠে আসে এই জুটির নাম। এবারও তার ব্যতিক্রম হয়নি।