ঈদে ব্যর্থ পূজার সিনেমা ‘টগর’:

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে রুপালি পর্দায় অভিষেক হয় পূজা চেরীর। শুরুতে প্রতিষ্ঠানটির কর্ণধার আবদুল আজিজের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন থাকলেও, সময়ের ব্যবধানে সেই সম্পর্ক শীতল হয়ে পড়ে এবং জাজ ছেড়ে বেরিয়ে যান পূজা। তবে গত বছর অভিমান ভেঙে আবারও আজিজের কাছে ফিরেছেন তিনি। বর্তমানে কাজ করছেন বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমায়।

চলতি কুরবানি ঈদে মুক্তি পায় পূজা চেরী অভিনীত আলোচিত সিনেমা ‘টগর’। আলোক হাসানের পরিচালনায় এতে তার বিপরীতে ছিলেন নায়ক আদর আজাদ। প্রথমে দেশের মাত্র সাতটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। তবে শুরু থেকেই দর্শক টানতে ব্যর্থ হয় ‘টগর’।

প্রেক্ষাগৃহে দর্শক সাড়া না পাওয়ায় মুক্তির দ্বিতীয় সপ্তাহেই মাল্টিপ্লেক্সগুলো থেকে নামিয়ে দেওয়া হয় ছবিটি। বর্তমানে এটি চলছে কেবল তিনটি সিঙ্গেল স্ক্রিন হলে—ঢাকার আজাদ সিনেমা হল, নীলফামারীর বাবু টকিজ এবং নওগাঁর ফাইভ স্টার সিনেমা হলে।

ঈদের মতো গুরুত্বপূর্ণ মৌসুমে এমন ফলাফল নিঃসন্দেহে হতাশাজনক পূজার জন্য। কারণ, ছবিটি নিয়ে তিনি শুরু থেকেই ছিলেন দারুণ আশাবাদী। মুক্তির আগেই পূজা বলেছিলেন, “এই সিনেমার জার্নিটা আমার কাছে খুবই স্পেশাল। গল্প, চরিত্র আর গানে রয়েছে নতুনত্ব।”

নায়ক আদর আজাদও একইভাবে আশায় বুক বেঁধেছিলেন। তার মতে, এটি ছিল তার অভিনয় ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ। তবে এমন আশাবাদের পরও ছবিটি মাল্টিপ্লেক্স থেকে কেন সরিয়ে নেওয়া হলো, তা নিয়ে তৈরি হয় প্রশ্ন।

এ বিষয়ে পূজা চেরী প্রকাশ্যে কিছু বলেননি। তবে প্রযোজনা প্রতিষ্ঠান এআর মুভি নেটওয়ার্ক জানায়, মাল্টিপ্লেক্স থেকে সিনেমাটি নামিয়ে নেওয়ার সিদ্ধান্ত তারা নিজেরাই নিয়েছে। কারণ হিসেবে বলা হয়, দর্শকের উপযুক্ত সময়ে শো নির্ধারণ করা সম্ভব হয়নি, যার ফলে তাদের স্বার্থে ছবিটি সরিয়ে নেওয়া হয়েছে।

তবে বাস্তব চিত্রটা ভিন্ন। খোঁজ নিয়ে জানা গেছে, ছবিটি মুক্তির পর থেকেই প্রত্যাশিত দর্শক সাড়া পাচ্ছিল না। দর্শকদের প্রতিক্রিয়াও ছিল বেশ হতাশাজনক।

মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শক চাহিদাই তাদের কাছে প্রধান বিবেচ্য। ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া ছয়টি সিনেমার মধ্যে যেগুলোর চাহিদা বেশি, সেগুলোই তারা প্রদর্শন করছেন।

‘টগর’ সিনেমাটিতে পূজা-আদর জুটির পাশাপাশি আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, যোজন, এল আর খান সীমান্ত এবং শরিফুল প্রমুখ।

এবারের ঈদে পূজা চেরীর প্রত্যাবর্তন যেমন প্রত্যাশা তৈরি করেছিল, বাস্তবতা তা পূরণ করতে পারেনি। ‘টগর’ তাই হয়ে থাকল এক ভিন্নধর্মী প্রচেষ্টার ব্যর্থ অধ্যায়।

 

Leave a Reply

Your email address will not be published.