একমঞ্চে দুই বোনের সম্মাননা

দেশের নাট্যাঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নাটকে একের পর এক জনপ্রিয় চরিত্র উপহার দিয়ে তিনি দর্শকদের মন জয় করেছেন। নাটকের পাশাপাশি এখন ব্যস্ত সিনেমার কাজ নিয়ে। ইতোমধ্যে দুটি সিনেমায় অভিনয় করেছেন তিনি, যার মধ্যে একটি মুক্তি পেয়েছে, অন্যটি মুক্তির অপেক্ষায়।

নতুন একটি সিনেমার প্রস্তুতির কারণে নাটকে তাকে এখন খুব একটা দেখা যাচ্ছে না। এদিকে মেহজাবীনের পথ অনুসরণ করে তার ছোট বোন মালাইকা চৌধুরীও পা রেখেছেন অভিনয় জগতে। তিনি সম্প্রতি কাজ করেছেন নির্মাতা মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘সন্ধিক্ষণ’ নামের একটি নাটকে, যা সম্প্রচারও হয়েছে।

এই দুই বোনের প্রথমবারের মতো একসঙ্গে সম্মানিত হওয়ার খবর পাওয়া গেছে। সম্পূর্ণা বাংলাদেশ নামের একটি সংগঠন ‘সম্পূর্ণা অ্যাওয়ার্ড’-এর তৃতীয় আসরে তাদের হাতে সম্মাননা তুলে দেবে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আগামী ১৮ মে, রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে।

এ প্রসঙ্গে মেহজাবীন চৌধুরী বলেন, “আমি আগেও আমার ভালো কাজের জন্য বিভিন্ন স্বীকৃতি পেয়েছি। কিন্তু এবারের অনুভূতিটা বিশেষ। কারণ আমার ছোট বোন মালাইকা তার প্রথম কাজের জন্য একই মঞ্চে আমার সঙ্গেই সম্মাননা পাচ্ছে। নিঃসন্দেহে এটা আমাদের দুজনের জন্যই আনন্দের। আমার বিশ্বাস, এতে মালাইকা আরও অনুপ্রাণিত হবে।”

এই সম্মাননা দুই বোনের জন্য যেমন একটি বিশেষ মুহূর্ত, তেমনি দেশের নাট্যজগতে নতুন এক দৃষ্টান্তও বটে।

Leave a Reply

Your email address will not be published.