একের পর এক সুখবর পাচ্ছেন মেহজাবীন

চলতি বছরের শুরুতেই ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে। দীর্ঘ ১৩ বছরের প্রেমের পর বিবাহিত জীবনের নতুন অধ্যায় শুরু করেন এই তারকা দম্পতি।

বিয়ের পর থেকে যেন একের পর এক সুখবর আসছে মেহজাবীনের জীবনে। তার অভিনীত চলচ্চিত্র প্রিয় মালতী দেশ-বিদেশের নানা চলচ্চিত্র উৎসবে দারুণ সাড়া ফেলেছে। গেল ডিসেম্বরে ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা ছবির পুরস্কার জিতে নেয় সিনেমাটি। এর পর লন্ডন বাঙালি চলচ্চিত্র উৎসবের অষ্টম আসরেও দর্শক পুরস্কার অর্জন করে প্রিয় মালতী।

সবশেষে, ২০২৪ সালের মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে দারুণ সাফল্য পায় ছবিটি। সেরা চলচ্চিত্র (পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র) বিভাগে পুরস্কার জয়ের পাশাপাশি, সমালোচক ও তারকা জরিপ—উভয় বিভাগেই সেরা অভিনেত্রীর সম্মাননা অর্জন করেন মেহজাবীন।

জোড়া পুরস্কার হাতে মঞ্চে দাঁড়িয়ে আবেগাপ্লুত মেহজাবীন বলেন, “আমার মনে হয়, বিয়ের পর আমার ভাগ্য খুলে গেছে।” তবে এই আনন্দের মুহূর্তে পাশে না থাকায় স্বামী আদনান আল রাজীবকে মিস করেছেন তিনি। বর্তমানে রাজীব রয়েছেন ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে, নিজের সিনেমা আলী–এর প্রদর্শনী নিয়ে।

পুরস্কার গ্রহণের সময় মেহজাবীন নারীপ্রধান চরিত্র নির্ভর সিনেমা আরও বেশি নির্মাণের আহ্বান জানান নির্মাতাদের প্রতি। পাশাপাশি দর্শকদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান এই গুণী অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published.