‘এটা লুকিয়ে রাখা বা এড়িয়ে যাওয়ার কিছু নয়’

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা এবার সরাসরি ক্যামেরার সামনে প্রকাশ করলেন নিজের ব্যক্তিগত জীবনের ভবিষ্যৎ পরিকল্পনা। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা চ্যানেল ‘ঠিকানা টিভি’র ইউটিউব শো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এর প্রথম পর্বে অতিথি হয়ে এসেছিলেন তিশা। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে উপস্থাপক হিসেবে যাত্রা শুরু করেন চিত্রনায়ক জায়েদ খান।

অনুষ্ঠানে তানজিন তিশা খোলামেলা আলোচনা করেন নিজের অভিনয়জীবন ও ব্যক্তিজীবন নিয়ে। উপস্থাপক জায়েদ খানের এক প্রশ্নে তিশা জানান, আগামী পাঁচ বছরে তিনি নিজেকে কোথায় দেখতে চান। উত্তরে অভিনেত্রী বলেন, “আই উইল বি আ মাদার। এর মধ্যে আমি বিয়ে করব, মা হবো।”

তানজিন তিশা আরও বলেন, “দেখুন, অনেকেই হয়তো এমন খোলাখুলি কথা বলেন না। কিন্তু আমি মনে করি, প্রফেশনাল জীবনের পাশাপাশি ব্যক্তিজীবনও সমান গুরুত্বপূর্ণ। এটা লুকিয়ে রাখা বা এড়িয়ে যাওয়ার কিছু নয়।”

অনুষ্ঠানে কথার ফাঁকে তিশাও উপস্থাপক জায়েদ খানের দিকে পাল্টা বিয়ের প্রশ্ন ছুড়ে দেন, যার উত্তরও দেন জায়েদ খান।

উল্লেখ্য, ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ প্রতি শুক্রবার প্রচারিত হবে, যেখানে বিভিন্ন তারকাকে নিয়ে আড্ডায় মাতাবেন জায়েদ খান নিজেই। প্রথম পর্বটি সম্প্রচারিত হয় গত শুক্রবার রাত ৮টায়।