ওমর সানীর সঙ্গে মজার ঘটনা জানালেন মৌসুমী হামিদ

শোবিজ অঙ্গনে একাধিক তারকার একই নাম থাকায় অনেক সময়ই ঘটে মজার ও বিভ্রান্তিকর ঘটনা। এমনই এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী মৌসুমী হামিদ। নামের মিল থাকায় তাকে ভেবে বসেছিলেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী, আর ফোনে একের পর এক খোঁজ নিতে শুরু করেন ‘সানি ভাই’—অর্থাৎ ওমর সানী এবং সন্তানদের।

সম্প্রতি এক সাক্ষাৎকারে হাস্যরসপূর্ণ সেই স্মৃতি তুলে ধরেন মৌসুমী হামিদ। জানান, একবার একটি টেলিকম কোম্পানির আয়োজনে একটি প্রোগ্রামে কাজ করছিলেন তিনি। অনুষ্ঠানটি চলাকালে বাইরে থেকে একের পর এক ফোন আসতে থাকে। কিন্তু কথা বলেই তিনি বুঝতে পারেন, বেশিরভাগ কলারই তাকে মনে করছেন চিত্রনায়িকা মৌসুমী।

মৌসুমী হামিদ বলেন,
‘প্রায় এক-দেড় ঘণ্টার সেই প্রোগ্রামে কলাররা জানতে চাইছিল—সানি ভাই কই? বাচ্চারা কেমন আছে? প্রথমে তো কিছুই বুঝতে পারছিলাম না! পরে বুঝলাম, আমাকে নায়িকা মৌসুমী ভেবে তারা ফোন করছে।’

তিনি আরও বলেন,
‘চার-পাঁচজন কলার একই প্রশ্ন করায় শেষমেশ আর না করে পারিনি। ভাবলাম, মন খারাপ করানোর কি দরকার! মজা করে বলেই ফেললাম—হ্যাঁ, সানি ভাই ভালো আছেন, বাচ্চারাও ভালো আছে।’

প্রসঙ্গত, ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি মৌসুমী ও ওমর সানী ১৯৯৫ সালের ২ আগস্ট বিয়ে করেন। দীর্ঘ দাম্পত্য জীবনে তাদের দুটি সন্তান রয়েছে—ফারদিন এহসান স্বাধীন ও ফাইজা।

অন্যদিকে, মৌসুমী হামিদ ২০১০ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন। এর পর থেকেই তিনি টেলিভিশন নাটক, বিজ্ঞাপন ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের পরিচিতি গড়েছেন।

নাম মিল থাকায় এমন মজার বিভ্রান্তি মাঝেমধ্যে হলেও, সেটাকে তিনি নিয়েছেন হাসিমুখেই।