ও ‘অমানুষ’, পুরুষদের ওপর থেকে বিশ্বাস উঠে গেছে: অহনা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান প্রেম নিয়ে তিক্ত অভিজ্ঞতার কথা আগেও জানিয়েছেন। এবার এক সাক্ষাৎকারে নিজের প্রাক্তন সম্পর্কে চরম ক্ষোভ প্রকাশ করলেন তিনি।

তাকে ‘অমানুষ’ আখ্যা দিয়ে জানান, সেই সম্পর্কের পর পুরুষদের ওপর থেকে তার বিশ্বাস উঠে গেছে।

অহনা বলেন, জীবনের সবটা দিয়ে যাকে ভালোবেসেছিলেন, সেই মানুষটাই তাকে বারবার ঠকিয়েছেন। একবার নয়, দ্বিতীয়বার সুযোগ দিয়েও প্রতারিত হয়েছেন বলে জানান তিনি। যদিও সেই প্রাক্তনের নাম কিংবা বিস্তারিত কখনোই প্রকাশ করেননি।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অহনা বলেন, “আমার প্রাক্তন একটা জা…য়ার, একটা ভয়ংকর লেভেলের অমানুষ। তাকে দেখার পর থেকে অন্য পুরুষদের ওপর আমার আর কোনো বিশ্বাস নেই। যদি কেউ প্রাক্তন সম্পর্কে জানতে চায়, আমি শুধু বলব—সে একজন অমানুষ, মানুষের শ্রেণিতে পড়ে না।”

তবে এই প্রতারণা কোনো পরকীয়ার কারণে নয়। অহনার মতে, মানুষের মতো আচরণ না করাই তার প্রাক্তনকে অমানুষ করে তুলেছে।

অভিনেত্রী আরও বলেন, নারীরা সবসময় কেয়ারিং একজন সঙ্গী চান। “টাকা কামানো যায়, কিন্তু ভালোবাসা আর যত্ন পাওয়া যায় না সহজে। যারা নিজের পায়ে দাঁড়ানো নারী, তারা কেয়ার ও ভালোবাসার মূল্য বোঝে। টাকা দিয়ে সম্পর্ক টেকে না,” বলেন অহনা।

তিনি আরও যোগ করেন, “একজন ছেলের দায়িত্ববান হওয়া খুব জরুরি। শুধু লয়্যাল হওয়াই যথেষ্ট নয়। আমাদের বাবারা যেমন দায়িত্বশীল ছিলেন, সংসার সামলাতেন—তেমনই আচরণ প্রত্যাশা করি। কিন্তু কিছু অমানুষের কারণে ভালো পুরুষরাও আজ অবিশ্বাসের শিকার।”

এই অভিজ্ঞতার কারণে এখন নতুন কোনো সম্পর্কে জড়ানোর আগ্রহও নেই অহনার। অতীতের সেই তিক্ততা এখনো তাকে তাড়া করে বেড়ায়।