ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার সম্প্রতি বেশ কয়েকটি বিতর্কিত অভিযোগের মুখে পড়েছেন। অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়ার অভিযোগ, শামীম তাকে গালিগালাজ ও ধর্ষণের হুমকি দিয়েছেন। এই অভিযোগ সামনে আসার পর আরও কয়েকজন নারী সহকর্মীও শামীমের বিরুদ্ধে সুর চড়ান। বিষয়টি গড়ায় অভিনয়শিল্পী সংঘ পর্যন্ত।
প্রাথমিকভাবে শামীম এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন। তবে অভিনয়শিল্পী সংঘের মধ্যস্থতায় এই বিষয়টির সমাধান হয়। পরে সংঘের সিদ্ধান্ত অনুযায়ী শামীম হাসান সরকার তার আচরণের জন্য প্রকাশ্যে ক্ষমা চান।
বৃহস্পতিবার রাতে অভিনয়শিল্পী সংঘের ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, শামীম নিজের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করছেন। ভিডিওতে তিনি বলেন, “অভিনেত্রী প্রিয়াঙ্কার সঙ্গে আমার একটি খারাপ অভিজ্ঞতা হয়েছে। আমি তার সঙ্গে বাজে ব্যবহার করেছি, গালিগালাজ করেছি। আজ তার সঙ্গে দেখা হয়েছে এবং আমি দুঃখ প্রকাশ করেছি। আমি আমার আচরণের জন্য লজ্জিত।”
শামীম আরও বলেন, “প্রিয়াঙ্কার পাশাপাশি আমি হয়তো আরও কারও প্রতি খারাপ ব্যবহার করে থাকতে পারি। আমি সবার কাছেই ক্ষমা চাইছি। রাগের বশবর্তী হয়ে কিছু বলেছি, কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছি—আগামীতে এমন কিছু আর হবে না। কারও প্রতি খারাপ ব্যবহার বা কষ্টদায়ক কথা আর আসবে না আমার কাছ থেকে।”
এ ঘটনার প্রেক্ষিতে অভিনয়শিল্পী সংঘ এক বিবৃতিতে জানায়, যেহেতু শামীম সংঘের সদস্য, তাই শৃঙ্খলা ও শিষ্টাচার লঙ্ঘনের দায়ে তাকে শেষবারের মতো সতর্ক করা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তার সদস্যপদ বাতিল করা হবে।