চঞ্চল চৌধুরীকে ধন্যবাদ জানালেন সাদিয়া

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। ‘তাকদীর’ নামের ওয়েব সিরিজে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। এরপর থেকে ধারাবাহিকভাবে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন।

শুধু অভিনয়েই নয়, সাদিয়া আয়মান মডেল হিসেবেও কাজ করেছেন বিভিন্ন বিজ্ঞাপনে এবং যুক্ত রয়েছেন একাধিক ব্র্যান্ডের সঙ্গে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় তিনি। সেখানে নিজের অনুভূতি, ভালো লাগা ও নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।

সম্প্রতি অভিনেতা চঞ্চল চৌধুরীর হাতে আঁকা নিজের একটি ছবি পোস্ট করে আবেগঘন বার্তা দিয়েছেন সাদিয়া। তিনি লিখেছেন,
“আমার এই সুন্দর ছবিটি এঁকেছেন আমাদের প্রিয় মানুষ ও গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী। অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।”

এই পোস্টের পর সাদিয়ার অনুরাগীরা যেমন মুগ্ধ হয়েছেন, তেমনি প্রশংসায় ভাসাচ্ছেন চঞ্চল চৌধুরীকেও। অভিনেতা হিসেবে যেমন চঞ্চল অনন্য, তেমনি তার শিল্পীসত্ত্বাও বারবার মুগ্ধ করে সবাইকে।

এদিকে কমেন্ট বক্সে একজন লিখেছেন, ‘আর্ট অনেক সুন্দর হইছে অসাধারণ।’ আরেকজন লিখেছেন, ‘চঞ্চল চৌধুরী এতো সুন্দর ছবিও আঁকেন! দাদার তো গুনের কোন কমতি নাই।’