ছেলের নামে মামলা, বিএনপি অফিসে রিনা খান

চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ও জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটির সহ-সভানেত্রী সেলিনা সুলতানা রিনা খান মিথ্যা মামলায় জড়ানো ছেলে‌কে বাঁচাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আবেদন করেছেন। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের সঙ্গে দেখা করে তার হাতে একটি লিখিত আবেদনপত্র জমা দেন।

এক ভিডিওবার্তায় বিষয়টি নিশ্চিত করে রিনা খান বলেন, “আমি বিএনপি করি বলেই আজ এই অবস্থায় পড়তে হয়েছে। আমরা একটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছি। তাদের পতন দেখে আমি খুশি, যদিও এ খুশির মধ্যে চোখে পানি চলে আসছে।”

নিজের ও পরিবারের ওপর নির্যাতনের অভিযোগ তুলে তিনি বলেন, “আমি একজন নির্যাতিত সন্তানের মা। আমার বড় ছেলে ২০০৯ সালে জার্মানিতে চলে যায়, এরপর তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়, এমনকি ওয়ারেন্ট জারি করা হয়। আমার ছোট ছেলের পেছনেও পুলিশ লেগে ছিল। আমিও নিরাপদে ঘরে থাকতে পারতাম না।”

রিনা খান আরও বলেন, “আমি বিটিভির কোনো অনুষ্ঠানে যেতে পারতাম না, আমাকে ডাকা হতো না। এই ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পর আমরা যেন নতুনভাবে বাঁচার সুযোগ পেয়েছি।”

তিনি জানান, মিথ্যা মামলাটি প্রত্যাহারের আবেদন জানাতে বিএনপির কেন্দ্রীয় দফতরে এসেছেন। “সালাহউদ্দিন সাহেব আমাকে সময় দিয়েছেন, সহযোগিতা করেছেন। দলের অন্যান্যরাও পাশে ছিলেন। আজ আমি একটি আবেদন করেছি যেন আমার ছেলের নামে দায়েরকৃত মামলা তুলে নেওয়া হয়,”— বলেন রিনা খান।

তিনি বলেন, “অনেক ব্যস্ততা থাকা সত্ত্বেও আমি সকাল থেকেই এখানে এসেছি, ছেলের ভবিষ্যতের জন্য।”

Leave a Reply

Your email address will not be published.