জিম্মি করে সাত মাস ধরে ধর্ষণ, কারাগারে নোবেল

অপহরণ করে ধর্ষণের অভিযোগে দায়ের করা ডেমরা থানার মামলায় গ্রেফতার সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (২০ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জিয়া উদ্দিন আহমেদ শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে সোমবার দিবাগত রাত ২টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টারের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, রবিবার ভুক্তভোগী নিজে বাদী হয়ে অপহরণ, জিম্মি করে বিয়ের প্রলোভনে সাত মাস ধরে ধর্ষণ করে আসছিল অভিযোগে মামলা দায়ের করে (মামলা নং ৩২)। ওই মামলায় গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থী ধর্ষণ, পর্নোগ্রাফি ও নির্যাতনের অভিযোগে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে ওই ছাত্রী অভিযোগ করেছেন, নোবেল তাকে অপহরণ ও ধর্ষণ করেছেন। বর্তমানে মেয়েটি ঢাকা মেডিক্যালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.