জীবনসঙ্গী নিয়ে খোলাখুলি কথা বললেন বাঁধন

অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ব্যক্তিজীবন বহুবার আলোচনায় এসেছে, বিশেষ করে তার একক সংগ্রামের গল্প ঘিরে। ২০১০ সালের ৮ সেপ্টেম্বর ব্যবসায়ী মাশরুর হোসেন সিদ্দিকীর সঙ্গে বিয়ে হয়েছিল এই অভিনেত্রীর। তবে সে সম্পর্ক টেকেনি। মাত্র পাঁচ মাসের মাথায় ভেঙে যায় সেই দাম্পত্য। এরপর কন্যা সন্তানের জন্ম দেন বাঁধন, এবং তখন থেকেই একক মায়ের ভূমিকা পালন করে যাচ্ছেন।

দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে একা থাকলেও নতুন কোনো সম্পর্কে জড়াননি বাঁধন। তবে কন্যা সায়রা চান, তার মায়ের জীবনে একজন যোগ্য জীবনসঙ্গীর আগমন হোক। বিষয়টি নিয়েই সম্প্রতি খোলাখুলি কথা বলেছেন বাঁধন।

তার ভাষায়, “আমার মেয়ে এখন বড় হয়েছে। সে দেখছে, তার মাকে একা সব করতে হয়, লড়াই করতে হয়। এসব দেখে ওর মনে হয়েছে, মায়ের একজন জীবনসঙ্গী দরকার।”

কেমন সঙ্গী চান? এই প্রশ্নে অভিনেত্রী বেশ পরিষ্কার। বলেন, “আমার জীবনসঙ্গীকে অবশ্যই ফেমিনিস্ট হতে হবে। কারণ, এই বয়সে এসে আর কাউকে বোঝানোর সময় নেই যে আমি কেন একজন ফেমিনিস্ট বা আমার চাওয়া-পাওয়া কী। তাকে অবশ্যই আমার দৃষ্টিভঙ্গি ও চিন্তাভাবনার সঙ্গে মিল থাকতে হবে।”

তিনি আরও যোগ করেন, “তাকে আমার রক্ষক হতে হবে না, জীবনসঙ্গী হতে হবে। আমি রক্ষা চাই না, চাই সমতা ও সহচরিতা।”

এর আগেও এক সাক্ষাৎকারে বিয়ে ও সম্পর্ক নিয়ে কথা বলেছিলেন বাঁধন। সেখানে বলেন, “৪০ পেরিয়ে এখন জীবনকে অন্যভাবে দেখছি। মনে হয়েছে, একজন সঙ্গী থাকতেই পারে। সবসময় তো একা থাকা যায় না। এতদিন প্রকৃত অর্থে কোনো জীবনসঙ্গী পাইনি। যাদের পেয়েছি, তারা হয়তো দানব ছিল, নয়তো আমাকে মানসিকভাবে অত্যাচার করেছে। তাই মনে হয়, এখন একজন পথচলার সঙ্গী থাকা উচিত।”

এই অভিনেত্রীর জীবনের পথচলা যেমন সাহসী, তেমনি তার ভাবনার জায়গাও স্পষ্ট ও বলিষ্ঠ—একজন নারী, একজন মা, এবং একজন ফেমিনিস্ট হিসেবে।