জেমসকে পেয়ে উচ্ছ্বসিত রূপম, ফেসবুকে ছবি পোস্ট করে যা লিখলেন

বাংলা ভাষার মানুষের কাছে ‘রকস্টার’ শব্দের মানে কিছু না ভেবেই যার নাম এসে যায়, তিনি জেমস। নগরবাউলের জেমস। তিনি যে হাজার শিল্পীর অপুপ্রেরণা তা বলার অপেক্ষাই রাখে না। অনুপ্রেরণা হিসেবে সব সময় জেমসের নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করেন পশ্চিমবঙ্গের রক গায়ক রূপম ইসলাম। জেমসের সঙ্গে রূপমের ব্যক্তিগত সম্পর্কও বেশ ভালো।

গেল ৩ মার্চ কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ‘দুই বাংলার মেলবন্ধন’ শিরোনামে কনসার্টের আয়োজন করা হয়েছিল। তাতে পারফর্ম করে জেমসের ব্যান্ড নগরবাউল ও রূপমের ব্যান্ড ফসিলস। এ কনসার্টের মাধ্যমে চার বছর পর কলকাতায় গাইলেন জেমস। সেই মঞ্চেই জেমসকে মহাগুরু বলে সম্মোধন করেন রূপম।

জেমসের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করে রূপম ইসলাম লিখেছেন, ‘গতকালের সন্ধে। মহাগুরুর হাসিমুখ। একটি আলোকচিত্র, যা বাঙ্ময়’।

জেমসের সঙ্গে রূপমের পোস্ট করা সেই ছবি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে যায়। এই ছবিতে নানা রকম মন্তব্য করেছেন দুই দেশের সংগীত প্রেমীরা। কনসার্টে বাংলা গানের পাশাপাশি জেমস গেয়েছেন হিন্দি গানও। ‘ভিগি ভিগি’, ‘আলবিদা’ কিংবা ‘চাল চালের মতো’ হিন্দি গান ছিল সে তালিকায়।