ওপার বাংলার খ্যাতনামা পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর নতুন ছবি ‘ডিয়ার মা’ শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে সিনেমার ট্রেলার। পোস্ট-প্রোডাকশনের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছে পুরো টিম। এরই মধ্যে শুক্রবার সকালে ঘটল এক অভাবনীয় ঘটনা—বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন নিজেই শেয়ার করলেন ‘ডিয়ার মা’-এর ট্রেলার!
অমিতাভ বচ্চনের সোশ্যাল মিডিয়ায় এমন এক পোস্ট দেখে যেন স্তব্ধ হয়ে গিয়েছিলেন পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী ও ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা জয়া আহসান। বিস্ময়ের সঙ্গে মিশে ছিল আনন্দ, উচ্ছ্বাস আর কৃতজ্ঞতা। ট্রেলার শেয়ার করে অমিতাভ বচ্চন লিখেছেন, ‘টনিদা, আমার অনেক শুভেচ্ছা রইল।’
পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী প্রতিক্রিয়ায় বলেন,
“এটা কেবল শুভেচ্ছা নয়, আমাদের কাছে এটা এক আশীর্বাদ। এমন একজন মানুষের কাছ থেকে এই বার্তা পাওয়া সত্যিই বিরল সম্মান। মনে হচ্ছে যেন কেউ কাঁধে হাত রেখে বলছেন—‘এগিয়ে চলো’। ভাষায় প্রকাশ করা যায় না, কতটা আবেগে ভরপুর এই মুহূর্ত।”
অন্যদিকে, জয়া আহসান তখন ছিলেন বিমানবন্দরে। সেখান থেকেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক শুভেচ্ছাবার্তা পড়ছিলেন তিনি। এ প্রসঙ্গে জয়া বলেন,
“আমি ভাষাহীন। এমন একজন কিংবদন্তি আমাদের সিনেমার ট্রেলার শেয়ার করেছেন—এটা পরম পাওয়া। শুধু ব্যক্তিগতভাবে নয়, বাংলা সিনেমার জন্যও এটা বিশাল সম্মান। আমরা যারা তাঁর ছবি দেখে বড় হয়েছি, তাঁদের কাছ থেকে এই স্বীকৃতি পাওয়া অবিশ্বাস্য এক অনুভূতি।”
‘ডিয়ার মা’ ছবির গল্পে ফুটে উঠেছে মা ও সন্তানের মধ্যকার আত্মিক সম্পর্ক এবং জীবনের কঠিন সময়ে তাঁদের ভেতরের টানাপোড়েন। ট্রেলারে এক ভিন্ন মায়ের চরিত্রে জয়ার আবেগঘন রূপ দর্শকদের আলোচনায় এসেছে ইতিমধ্যেই।
এখন অপেক্ষা শুধু সিনেমা হলে ‘ডিয়ার মা’ দেখার, যেখানে পর্দায় উঠে আসবে সম্পর্ক, বাস্তবতা আর ভালোবাসার এক জটিল মানবিক গল্প।