ঠেকানো গেল না পাইরেসি, ‘তাণ্ডব’ দেখা যাচ্ছে অনলাইনেই

ঈদে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘তাণ্ডব’ যখন দেশের প্রেক্ষাগৃহে বক্স অফিসে ঝড় তুলছে, ঠিক তখনই সিনেমাটি পড়েছে পাইরেসির কবলে।

মুক্তির সপ্তাহ পার হওয়ার আগেই বুধবার বিকেল থেকে অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে ‘তাণ্ডব’-এর এইচডি প্রিন্ট ভার্সন।

সিনেমাসংশ্লিষ্টরা বারবার দর্শকদের প্রতি অনুরোধ জানালেও, পাইরেসি ঠেকানো যায়নি। ফলে বড় আর্থিক ক্ষতির মুখে পড়েছে শাকিব খান অভিনীত এই চলচ্চিত্রটি।

রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ মুক্তির প্রথম দিন থেকেই সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে মাল্টিপ্লেক্স—সবখানেই ব্যাপক দর্শকপ্রবাহে সাড়া ফেলেছে। বাণিজ্যিক ঘরানার সব উপাদান থাকায় ছবিটি হয়েছে দর্শকনন্দিত।

কিন্তু ঠিক এই সময়েই ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও আইডিতে সিনেমাটির এইচডি ক্লিপ ছড়িয়ে পড়তে দেখা যায়। ধারণা করা হচ্ছে, বিদেশ থেকেই সিনেমাটি পাইরেসির শিকার হয়েছে, কারণ সম্প্রতি বাংলাদেশের বাইরেও কিছু দেশে মুক্তি পেয়েছে ‘তাণ্ডব’।

এই প্রসঙ্গে শনিবার দুপুরে নির্মাতা রায়হান রাফীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মন্তব্য করতে রাজি হননি।

উল্লেখ্য, ‘তাণ্ডব’ রায়হান রাফীর সপ্তম সিনেমা এবং শাকিব খানের সঙ্গে তার দ্বিতীয় কাজ। এর আগে এই পরিচালক-অভিনেতা জুটি ‘তুফান’ সিনেমায় একসঙ্গে কাজ করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল।

সিনেমায় শাকিব খান ছাড়াও আরও অভিনয় করেছেন জয়া আহসান, সিয়াম আহমেদ, আফরান নিশো, আফজাল হোসেন, সাবিলা নূর, রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, কাজী রাকায়েতসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published.