ডেঙ্গু আক্রান্ত সৃজিত

টলিউডের জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়। ওপার বাংলার এ নির্মাতার বর্তমান ঘরনিই এপার বাংলার মেয়ে মিথিলা। সেকারণে এপার বাংলায়ও গুণী এ নির্মাতাকে নিয়ে আগ্রহের কমতি নেই।

সম্প্রতি ডেঙ্গু জ্বরে শয্যাশায়ী কলকাতার জনপ্রিয় এ পরিচালক। এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন সৃজিত নিজেই।

নিজের ছবি অটোগ্রাফের ‘চল রাস্তায় সাজি ট্রামলাইন’-এর আদলে তিনি লেখেন, ‘জল রাস্তায় হয় ডেঙ্গু, আর কমে যায় তাতে প্লেটলেট।’ পাশেই হ্যাশট্যাগ কনফার্মড লিখে দিয়েছেন পরিচালক। এরপরই নির্মাতার সুস্থতা চেয়ে কমেন্ট করতে শুরু করেন শুভানুধ্যায়ীরা।

সেখানে অপর্ণা সেন লেখেন, ‘ঋজু, নিজের স্বাস্থ্যের খেয়াল রেখো। আমি ডেঙ্গুতে ভুগেছি। তাই জানি এটি শরীরকে কতটা দুর্বল করে দিতে পারে।’

ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮-এর খবরে জানানো হয়, দু’মাস আগে বুকের ব্যথায় কাবু হয়েছিলেন তিনি। ফের সম্প্রতি জ্বরে আক্রান্ত হন পরিচালক।

ইতোমধ্যেই নতুন সিনেমা ‘দশম অবতার’-এর শুটিং শুরু করেছিলেন সৃজিত। বাংলাদেশি জয়া আহসান বাদেও সিনেমায় আরও অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, যিশু সেনগুপ্তের মতো দাপুটে অভিনেতা।