তখন শাকিবকে সাপোর্ট করাটা আমার দায়িত্ব ছিল: অপু বিশ্বাস

ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের বিয়ে, বিচ্ছেদ ও তাদের বর্তমান সম্পর্ক নিয়ে বরাবরই রয়েছে দর্শকের আগ্রহ ও আলোচনা। ২০০৮ সালে গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই দুই তারকা। দীর্ঘ সময় গোপন রাখার পর ২০১৭ সালে তাদের সন্তান আব্রাম খান জয়ের জন্মের মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আসে। তবে এর এক বছরের মাথায় বিচ্ছেদ ঘটে এই জুটির।

তবে বিচ্ছেদের পরও সন্তানের কারণে শাকিব খানের সঙ্গে এখনো একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন অপু বিশ্বাস। ফলে প্রায়ই তাকে শাকিব ও তাদের অতীত জীবন নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে অপু বিশ্বাসকে প্রশ্ন করা হয়— বিয়ের সময় তিনি কত ভরি গহনা পরেছিলেন? প্রশ্নটি শুনে কিছুটা চমকে গেলেও মৃদু হেসে অপু বলেন, “কত ভরি গহনা পরেছিলাম, সেটা বলা কি খুব দরকার? গোপনে বিয়ে করেছিলাম তো, তাই যতটা পরার কথা ছিল, ততটা পরিনি। খুবই ছিমছামভাবে বিয়েটা হয়েছিল আমাদের।”

বিয়ের পর ধর্ম পরিবর্তন করেছেন কি না— এমন প্রশ্নেও পরিষ্কার জবাব দেন অপু। বলেন, “সত্যি বলতে, আমি তখনও নিজের ধর্মেই ছিলাম। ক্যারিয়ারের খাতিরে ক্যামেরার সামনে অনেক সময় মিথ্যা বলেছি। শাকিব তখন আমার স্বামী ছিল, তাকে সাপোর্ট করাটা ছিল আমার দায়িত্ব। মানুষ ভেবেছে আমি ধর্ম পরিবর্তন করেছি, কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো ধর্মান্তর হয়নি। আমি তখনও হিন্দু ছিলাম, এখনও তাই আছি।”

অপু আরও জানান, সন্তানসহ একটি ফেসবুক লাইভে আসার পরই সবাই জানতে পারে তাদের বিয়ের বিষয়টি। যদিও এখন তারা আইনিভাবে আলাদা, তবে সন্তানকে ঘিরে দুজনেই দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছেন।

সবশেষে অপু বিশ্বাস স্পষ্ট ভাষায় বলেন, “আমাদের বিয়েটা হয়েছিল ভালোবাসা দিয়ে, গহনার চাকচিক্য দিয়ে নয়। সেটা ছিল নিঃসন্দেহে ভালোবাসার বিয়ে।”

 

Leave a Reply

Your email address will not be published.