‘তাণ্ডব’ সিনেমা পাইরেসি, তিনজন রিমান্ডে

‘তাণ্ডব’ সিনেমা পাইরেসির অভিযোগে করা মামলায় গ্রেফতার তিন আসামির দুই দিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বুধবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

আসামিরা হলেন- ইউটিউবার টিপু সুলতান, একটি অনলাইন পোর্টালের মালিক সাদি সাদ ওরফে সাগর ও হল অপারেটর সাজেদুল ইসলাম।

এদিন তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম তাদের সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

শুনানি শেষে আদালত তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তাদের গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ-ডিবির সাইবার বিভাগ।

মামলা সূত্রে জানা গেছে, প্রযোজক শাহরিয়ার শাকিল বাদী হয়ে বনানী থানায় মামলাটি করেন। মামলায় উল্লেখ করা হয়, গত ৪ জুন তার সিনেমাটি কতিপয় ব্যক্তি ইউটিউব, টেলিগ্রাম, ফেসবুক এবং বিভিন্ন লিংকে পাইরেসির মাধ্যমে প্রচার করে। তারা কিছু এইচডি ভিডিও ক্লিপ পাইরেসি করে প্রচার করলে তিনি (প্রযোজক) কিছু অজ্ঞাতনামা নামে লিংক উল্লেখসহ মামলাটি দায়ের করেন। পরে মামলাটি ডিবির কাছে হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published.