‘তুমি আমার প্রার্থনার উত্তর’

বিয়ের পর সময়টা দারুণ কাটছে তারকা দম্পতি আদনান আল রাজীব ও মেহজাবীন চৌধুরীর। একসঙ্গে কাটানো মুহূর্তগুলো প্রায়ই ভেসে আসছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কখনো হাস্যোজ্জ্বল ছবি, কখনোবা একান্ত ভ্রমণের স্মৃতি—সবই প্রকাশ পাচ্ছে নেটিজেনদের নজরে।

সম্প্রতি প্রেমের শহর প্যারিসে, আইফেল টাওয়ারের পাশে একটি রোমান্টিক ফটোশুট করেছেন এই তারকা জুটি। শেয়ার করা ছবিতে দেখা যায়, রাজীব আর মেহজাবীন একে অপরকে ভালোবাসায় আলিঙ্গন করছেন। ছবিগুলোর ক্যাপশনে ভালোবাসার গভীর অনুভূতি প্রকাশ করেছেন মেহজাবীন।

তিনি লিখেছেন, “এখনও স্বপ্নের মতো মনে হচ্ছে, তবুও এটা আমাদের বাস্তব। ভালোবাসার শহরে, যেখানে প্রতিটি গলি যেন ভালোবাসার গল্প বলে—সেখানে আমরা। আল্লাহর কাছে কৃতজ্ঞ, আমাদের গল্পটা তিনি এমন করে সাজিয়েছেন।”

তিনি আরও যোগ করেন, “তোমার পাশে শান্ত এক সকাল, প্যারিসের ছাদে প্রতিধ্বনিত আমাদের হাসি, আর সেই বন্ধন—যা সময়ের সঙ্গে আরও গভীর হয়। তুমি আমার প্রার্থনার উত্তর, এই ক্ষণস্থায়ী পৃথিবীতে।”

উল্লেখ্য, ২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে অভিনয় জগতে পা রাখেন মেহজাবীন চৌধুরী। এরপর বাংলালিংকের একটি টিভি বিজ্ঞাপন দিয়ে জনপ্রিয়তা অর্জন করেন। ‘তুমি থাকো সিন্ধু পাড়ে’ নাটকের মাধ্যমে তার ছোট পর্দায় অভিষেক হয়। এখন তিনি নিয়মিত অভিনয় করছেন বিজ্ঞাপন ও নাটকে, এবং দর্শকের মন জয় করে চলেছেন আপন অভিনয়ে।

 

Leave a Reply

Your email address will not be published.