দীপ্ত টিভির বিরুদ্ধে যে অভিযোগ করলেন অভিনেতা নিলয়

ঈদের নাটক প্রকাশ নিয়ে ক্ষোভ জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। ঈদ উপলক্ষে দীপ্ত টিভিতে প্রচারিত ‘আপন পর’ নাটকটি ১৩ জুন চ্যানেলটির ইউটিউব প্ল্যাটফর্মে উন্মুক্ত করা হয়। অথচ নাটকটি অনলাইনে রিলিজ হচ্ছে—এই বিষয়ে অভিনেতা কিংবা পরিচালক কেউই জানতেন না বলে দাবি করেছেন নিলয়।

নিলয় বিষয়টি নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন ফেসবুক পোস্টে। সেখানে তিনি লেখেন, “দীপ্ত টিভির ইউটিউব চ্যানেলে আমার একটি নাটক আজ রিলিজ হয়েছে। কিন্তু এই রিলিজের ব্যাপারে আমাদের কোনো তথ্য ছিল না। এমনকি পরিচালকও জানতেন না।”

তিনি আরও লেখেন, “যেহেতু এটি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে, স্বাভাবিকভাবেই কিছু প্রচার-প্রচারণার প্রয়োজন ছিল। কিন্তু দীপ্ত টিভির ডিজিটাল বিভাগ মনে হয় সেটিকে প্রয়োজন মনে করেনি।”

এ নিয়ে দীপ্ত টিভির ডিজিটাল বিভাগের কর্মকর্তাদের দিকেও ইঙ্গিতপূর্ণ অভিযোগ তুলেছেন অভিনেতা। তবে নেটিজেনদের একাংশ মনে করছেন, এটি হয়তো নাটকটির প্রচারণারই একটি কৌশল হতে পারে। কারণ নাটকটি ইউটিউবে প্রকাশের পর থেকেই এর ভিউ সংখ্যা চোখে পড়ার মতোভাবে বাড়ছে।

তবে শিল্পীদের সঙ্গে পূর্ব সমন্বয় ছাড়াই এমন প্রকাশনা নিয়ে টিভি চ্যানেলগুলোর দায়িত্বশীল আচরণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।