বাণিজ্যিক ধারার সিনেমায় টানা সাফল্যের ধারায় এবার আরও বড় চমক নিয়ে হাজির হচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।
‘তাণ্ডব’, ‘তুফান’, ‘বরবাদ’-এর মতো ব্লকবাস্টার সিনেমার পর এবার তাকে দেখা যাবে নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড কেন্দ্রিক এক ভিন্নধর্মী চরিত্রে—নাম ‘কালা জাহাঙ্গীর’।
সিনেমাটির নাম ‘ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। এটি নির্মাণ করছেন ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা আবু হায়াত মাহমুদ। এটি তার প্রথম চলচ্চিত্র পরিচালনা।
সিনেমাটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন মেজবাউদ্দিন সুমন, যিনি ঢাকার নব্বইয়ের দশকের বাস্তব কিছু অপরাধঘটনার ভিত্তিতে গল্পটি সাজিয়েছেন।
প্রথমদিকে সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রের জন্য শরিফুল রাজ বা মোশাররফ করিমের নাম শোনা গেলেও শেষপর্যন্ত পরিচালক আনলেন বড় চমক। সূত্র জানায়, শাকিব খানের সঙ্গে প্রাথমিক আলাপ, স্ক্রিপ্ট পাঠ, পারিশ্রমিকসহ অধিকাংশ বিষয়েই সমঝোতা হয়ে গেছে। এখন শুধু আনুষ্ঠানিক চুক্তির অপেক্ষা।
‘ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’-তে শাকিব খানকে দেখা যাবে ‘কালা জাহাঙ্গীর’ চরিত্রে—এক প্রভাবশালী গ্যাং লিডার, যিনি ঢাকা শহরের অপরাধ জগতের কেন্দ্রবিন্দু। সিনেমায় তুলে ধরা হবে কালো টাকার রাজনীতি, গ্যাংয়ের সংঘাত, মাফিয়া শাসন ও শহরের অন্ধকার বাস্তবতা।
২০২৬ সালের ঈদুল ফিতর উপলক্ষে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হয়েছে। সেই অনুযায়ী সময় ধরে শাকিব খানকে যুক্ত করা হয়েছে প্রজেক্টে।
ছবিটিতে আরও অভিনয় করবেন তারকা অভিনেতা তারিক আনাম খান, দিলারা জামান ও শহীদুজ্জামান সেলিম। তবে শাকিব খানের বিপরীতে কে থাকছেন, তা এখনও চূড়ান্ত হয়নি।
ঢাকাই সিনেমার ইতিহাসে গ্যাংস্টার ঘরানার নতুন দিগন্ত খুলতে যাচ্ছে ‘ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। শাকিব খানের এ নতুন রূপ নিয়ে তাই দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে।