নাচের ভিডিও শেয়ার করে বিতর্কে মিষ্টি জান্নাত

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় যাত্রা শুরু করেন মিষ্টি জান্নাত। অভিনয়ের পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত সক্রিয় থাকেন।

সম্প্রতি তিনি সিঙ্গাপুরে এক অনুষ্ঠানে অংশ নেন, যেখানে গানের তালে মঞ্চ মাতান এই অভিনেত্রী। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সেই নাচের একটি ভিডিও শেয়ার করেন মিষ্টি জান্নাত। ভিডিওতে দেখা যায়, তিনি মঞ্চে প্রাণবন্ত নাচের মাধ্যমে দর্শকদের মাতাচ্ছেন এবং পরে ভক্তদের সঙ্গেও নাচছেন।

তবে ভিডিওটি শেয়ার করার পর তা নিয়ে শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া। প্রশংসার চেয়ে সমালোচনাই বেশি দেখা গেছে কমেন্ট বক্সে। অনেকেই তার নাচের ভঙ্গিমা ও স্টাইল নিয়ে কটাক্ষ করেছেন। কেউ কেউ অভিনেতা জায়েদ খানের সঙ্গে তুলনাও করেছেন।

একজন নেটিজেন, অন্তর, মন্তব্য করেন—“মিস্টার জায়েদ খান ফ্রম বাংলাদেশ মহিলা ভার্সন।”

মাহিমা আক্তার লেখেন, “ওরে বাবা, আপনি এতো কঠিন ড্যান্স শিখলেন কোথায়?” আরেকজন লিখেছেন, “সাথে জায়েদ খান থাকলে ভালো হতো, আর একটু বেশি কান্না করতে পারতাম।”

সমালোচনা সত্ত্বেও মিষ্টি জান্নাত তার কাজ ও উপস্থিতি দিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা জিইয়ে রেখেছেন।

Leave a Reply

Your email address will not be published.