নির্মাণে ফিরলেন তৌকীর আহমেদ

জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা তৌকির আহমেদ একসময় অভিনয় ও পরিচালনায় দারুণ ব্যস্ত সময় কাটালেও সাম্প্রতিক বছরগুলোতে ছিলেন শোবিজের আড়ালে।

দীর্ঘদিন ছোট পর্দার কাজ থেকে নিজেকে গুটিয়ে নিলেও থেমে থাকেননি মঞ্চ নাটকে। অবশেষে আবারও টিভি নাটক নির্মাণে ফিরলেন তিনি।

নিজের রচনা ও পরিচালনায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জন্য নির্মাণ করেছেন ধারাবাহিক নাটক ‘ধূসর প্রজাপতি’।

সম্প্রতি গাজীপুরের একটি শুটিং বাড়িতে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ করেছেন তৌকির আহমেদ।

তিনি বলেন, ‘এটি শুধুই একটি নাটক নয়, এ যেন হারিয়ে যাওয়া সময়ের গল্প, সম্পর্কের জটিল ধাঁধা, আর তার ভেতরে লুকিয়ে থাকা জীবনকে ছুঁয়ে দেখার এক নান্দনিক প্রয়াস।’

প্রসঙ্গত, অভিনয়-নির্মাণ দুই ক্ষেত্রেই তৌকির আহমেদের দক্ষতা বরাবরই দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। তার প্রত্যাবর্তনের খবরে আবারও দর্শক মহলে নতুন আগ্রহ তৈরি হয়েছে।