নীলে নীলে মিলে একাকার মিম

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম কাজের ব্যস্ততা সামলে সম্প্রতি পাড়ি জমিয়েছেন নীল সাগরের অপরূপ দেশ মালদ্বীপে।

মূলত একটি বিজ্ঞাপনের শুটিংয়ের জন্যই তার এই সফর হলেও, কাজের ফাঁকে নিজেকে খানিকটা সময় দিয়েছেন প্রকৃতির সান্নিধ্যে। আর সেই সব মুহূর্ত ধরা পড়েছে তার শেয়ার করা কিছু মনোমুগ্ধকর ছবিতে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, নীল জলরাশির পটভূমিতে দাঁড়িয়ে মিম নিজেও যেন নীলের সঙ্গে একাকার হয়ে গিয়েছেন। তার পরনে ছিল নীল রঙের সাদা ফুলের প্রিন্টের টপস, যা আশেপাশের পরিবেশের রঙের সঙ্গে অসাধারণভাবে মিশে গেছে।

খোলা চুল, ন্যাচারাল মেকআপ এবং প্রাণবন্ত হাসিতে মিমের উপস্থিতি যেন প্রকৃতির সঙ্গে এক অনন্য মিলন ঘটিয়েছে।

মিমের এই ছুটির মুহূর্তগুলো ভক্তদের মনেও ছড়িয়েছে ভ্রমণপিপাসা। তার শৈল্পিক ভঙ্গিমা আর স্টাইল স্টেটমেন্ট ফের প্রমাণ করে দিল, তিনি কেবল একজন সফল অভিনেত্রীই নন, বরং একজন প্রকৃত স্টাইল আইকন এবং প্রকৃতিপ্রেমীও। তার এই উপস্থাপনায় মুগ্ধ ভক্তরা প্রশংসা আর ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন প্রিয় তারকাকে।

Leave a Reply

Your email address will not be published.