নেইমার ও তাঁর ইনস্টিটিউট থেকে বিশেষ উপহার পেলেন অভিনেতা পলাশ

বিশ্ব ফুটবলের মহাতারকা নেইমারের কাছ থেকে বিশেষ উপহার পেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। নেইমারের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত কিশোরগঞ্জের ভৈরব উপজেলার প্রবাসী বাংলাদেশি রবিন মিয়া সম্প্রতি ঢাকায় এসে পলাশের হাতে এই উপহার তুলে দেন।

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের মাধ্যমে পরিচিতি পাওয়া পলাশ এই উপহার পাওয়াকে জীবনের একটি বিশেষ মুহূর্ত হিসেবে বর্ণনা করেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, পলাশ একটি পানির বোতলের মতো দেখতে উপহারটি হাতে নিয়ে আবেগভরে বলেন, “এটি একজন স্পেশাল মানুষের কাছ থেকে পাওয়া স্পেশাল উপহার।” পরে রবিন মিয়াকে উপহারটির পেছনের গল্প বলতে অনুরোধ করেন তিনি।

রবিন মিয়া জানান, “এই বোতলটি ব্রাজিলের জুনিয়র নেইমার ইনস্টিটিউট থেকে পাঠানো হয়েছে। ইনস্টিটিউটের শিশুরা নিজ হাতে এটি সাজিয়েছে। আমি ব্যক্তিগতভাবে এটি ব্রাজিল থেকে ঢাকায় নিয়ে এসেছি, পলাশের মতো একজন নেইমারভক্তের জন্য।”

তিনি আরও বলেন, “পলাশ এই উপহারটি ডিজার্ভ করে। কারণ সে ব্রাজিল এবং নেইমারের অন্ধভক্ত। ইনশাআল্লাহ, ভবিষ্যতে যদি সুযোগ হয়, নেইমারের কোনো আয়োজনে ওকে সঙ্গে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে।”

পলাশ জানান, তিনি নিজেও একটি ফাউন্ডেশন পরিচালনা করেন এবং সমাজসেবামূলক কাজে যুক্ত। নেইমার বিষয়টি জানতে পেরে খুশি হয়েছেন বলে জানিয়েছেন রবিন মিয়া। উপহার পাওয়া বোতলটির ওপর ইনস্টিটিউটের শিশুদের হাতে আঁকা চিত্র রয়েছে, যা উপহারটিকে আরও মূল্যবান করে তোলে।

পলাশ নেইমারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আমার ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি উপহার তৈরি করছি, যেটা রবিন ভাইয়ের মাধ্যমে নেইমারের কাছে পৌঁছে দেওয়া হবে।”

এই হৃদয়স্পর্শী সংযোগে ফুটবলপ্রেম এবং মানবিকতার এক অপূর্ব মিলন ঘটেছে, যা ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে।

এই নিউজটা কোনো নির্দিষ্ট পত্রিকার জন্য লিখব নাকি সাধারণ ওয়েব পোস্টের মতো রাখব?