নেটফ্লিক্সে ‘রেড নোটিশ’, বঙ্গতে ‘অপুরুষ’—দুই প্ল্যাটফর্মে জমজমাট অ্যাকশন-ড্রামা

বিনোদনের দুনিয়ায় অ্যাকশনপ্রেমীদের জন্য রয়েছে ভিন্নধর্মী দুটি চলচ্চিত্র—একটি আন্তর্জাতিক, আরেকটি দেশীয়।

বিশ্ববিখ্যাত স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে দেখা যাচ্ছে অ্যাকশন-কমেডিতে ভরপুর হলিউড সিনেমা ‘রেড নোটিশ’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রসন মার্শাল থারবার। এতে অভিনয় করেছেন জনপ্রিয় তারকারা—ডোয়াইন জনসন, রায়ান রেনল্ডস ও গাল গাদত। রোমাঞ্চ আর হাস্যরসের সংমিশ্রণে এই সিনেমাটি ইতোমধ্যেই দর্শকমহলে বেশ জনপ্রিয়তা পেয়েছে।

অন্যদিকে, দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছে নতুন ওয়েব ফিল্ম ‘অপুরুষ’। চলচ্চিত্রটি যৌথভাবে নির্মাণ করেছেন জসীম মন ও তাইফুর জাহান আশিক। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। সঙ্গে রয়েছেন রোবেনা রেজা জুঁই, সামিয়া অথৈ, সমু চৌধুরীসহ আরও অনেকে। সামাজিক বাস্তবতায় নির্মিত এই ড্রামা ঘরানার চলচ্চিত্রটি দর্শকদের নতুন এক অভিজ্ঞতা দিচ্ছে।

অভিনয় ও নির্মাণশৈলীতে ভিন্ন দুই ঘরানার এই চলচ্চিত্র দুটি এখন স্ট্রিমিং দুনিয়ায় দর্শকদের নজর কাড়ছে।