ঈদুল আযহা উপলক্ষে মুক্তির লক্ষ্য নিয়ে রাজশাহীতে চলছে শাকিব খান অভিনীত সিনেমা ‘তাণ্ডব’-এর শুটিং। তবে শুটিং সেটে ঘটে যায় এক হৃদয়বিদারক ঘটনা। স্টান্টম্যান মনির হোসেন (৩৫) হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার বিকেলে মারা যান। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পরিচালক রায়হান রাফী বলেন, “দুঃখজনকভাবে মনির ভাই আমাদের ছেড়ে চলে গেছেন। সিনেমার জন্য তার অবদান ছিল নিঃশব্দ, কিন্তু অপরিসীম।”
স্টান্ট পরিচালক জুম্মান জানান, “সকালেই মনির ভাই হালকা স্ট্রোক করেছিলেন, কিন্তু কাউকে না জানিয়ে কাজে ফিরে যান। বিকেলে আবার অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, কিন্তু তখন আর কিছু করার ছিল না।”
এ ঘটনায় প্রধান অভিনেতা শাকিব খানের ভূমিকা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। অভিযোগ উঠেছে, ঘটনার সময় তিনি সেটে ছিলেন না এবং এখনো নিহত মনির হোসেনের পরিবার বা সহকর্মীদের খোঁজ নেননি।
ফাইটার জুম্মান বলেন, “এর আগেও এমন ঘটনা ঘটেছে, কিন্তু শাকিব ভাই কোনোবারই এগিয়ে আসেননি। এটা আমাদের খুব কষ্ট দেয়।”
এই নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে সমালোচনার ঝড়। প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী রত্না। নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন:
“শাকিব খান সাহেব, যুগের পর যুগ আপনি হাততালি পেয়ে যান, কিন্তু পেছনের মানুষদের অবদান কখনো মনে রাখেন না। মনিরের মৃত্যুর পর আপনি এখনো হাসপাতালে যাননি, পরিবারের খোঁজ নেননি। আপনি হয়তো পর্দার নায়ক, কিন্তু বাস্তবেও একবার নায়ক হয়ে দেখান।”
তিনি আরও লেখেন, “সিনেমা থেকে আপনি অনেক কিছু পেয়েছেন, এখন কিছু ফেরত দেওয়ার সময় এসেছে। স্টান্টম্যান মনিরের পরিবারের পাশে দাঁড়াবেন—এই প্রত্যাশা রইল।”
এই ঘটনা ঘিরে চলচ্চিত্র অঙ্গনে চলছে আলোচনা ও তীব্র সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলছেন—শুধু পর্দার নায়ক হলেই কি যথেষ্ট?
নারায়ণগঞ্জের বাসিন্দা মনির হোসেন দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে স্টান্টম্যান হিসেবে কাজ করছিলেন। বহু দুঃসাহসিক দৃশ্য তিনি নিঃশব্দে সম্পন্ন করেছেন, রক্ষা করেছেন তারকাদের। তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।